একটি মোবাইল দৈনিক কতটুকু ইন্টারনেট ব্যবহার করতে পারে?

1 Answers   8.6 K

Answered 3 years ago

এটা নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিড এর উপর এবং আপনার ব্যাবহার এর উপর, যেমন ধরুন আপনি ইউটিউব এ একটা ভিডিও দেখছেন যার রেজুলেশন অনেক ভালো, এখন যদি আপনি ১৪৪ রেজুলেশন এ দখেন তাহলে এটা খুব কম নেট ব্যবহার করবে, এরকম ভাবে আপনি রেজুলেশন যত বেশি করবেন তত বেশি ইন্টারনেট লাগবে, যেমন ৩৬০,৪৮০,৭২০,১০৮০,২১৬০ এখন একই সময়ে একই ভিডিও ভিন্ন পরিমান ইন্টারনেট ব্যবহার করবে, দিনে কতটুকু ব্যবহার করবেন তা নির্দিষ্ট করে বলা যাবে কি না তা জানা নেই .

Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions