একটি মেয়ে যদি আপনাকে পছন্দ করে তখন কী ধরনের প্রশ্ন করতে পারে?

1 Answers   14.4 K

Answered 2 years ago

একজন মেয়ে হিসেবে এই উত্তরটি দিতেই হচ্ছে। আমি খুবই মুখচোরা ও লাজুক মেয়ে। তাই আমার কাউকে পছন্দ হলে, অর্থাৎ কারো ওপর Crush থাকলে সে জানতেই পারে না যে আমার তাকে পছন্দ। এর একটা কারণ অপমানিত হবার ভয়। আর যদি একান্তই তার সাথে কথা বলেই থাকি তাহলে কথা গুলো একটু অন্যরকম হয়। যেমন- তোমার প্রিয় রং কি? কোন সিনেমা ভালোলাগে? তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা কী? কী খেতে ভালো লাগে? তোমার প্রিয় মানুষ কে? আর অবশ্যই- তোমার কি ধরণের মেয়ে পছন্দ? আজ সারাদিন কেমন কাটলো?

সাধারণত, অন্য আর পাঁচটা ছেলের সাথে কথা বলতে গেলে আমি তাদের এই প্রশ্নগুলো করিনা। বিশেষ কারো সাথে কথা বলতে গেলেই এগুলো মাথায় আসে।তার একটাই কারণ যে যাকে পছন্দ করে তাকে আরো গভীরে জানতে চায়। তার জীবনযাত্রার সাথে পরিচিত হতে চায়। তাই কোনো মেয়ে বার বার এই প্রশ্ন গুলি ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকলে ভাবতেই পারেন, যে সে আপনাকে অন্তর থেকে জানতে চাইছে।

"Light is easy to love, show me your darkness"- এটাই কোনোমেয়ের মনের কথা হয়ে থাকে যখন সে কোনো ছেলে কে পছন্দ করে।

প্রশ্নের জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন।

-মহাশ্বেতা

Islam Uddin
Islamuddin
304 Points

Popular Questions