Answered 2 years ago
সহজ উত্তর ,সে আমাকে ধীরে ধীরে সমস্ত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন করে দিতে চায়, কারন সেই ইতিমধ্যে ঠিক করে নিয়েছে আমার সঙ্গে সে আর কোন রকম ভাবেই সম্পর্ক রাখবে না। হঠাৎ করে কেউ কোনো সম্পর্ককে ছিন্ন করে না। কোন একটা সম্পর্ককে শেষ করে দেওয়ার জন্য নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। সম্পর্ক না রাখার অনেক কারণ হতে পারে। হতে পারে আমার কোন ব্যবহারে সে এতই রুষ্ট হয়েছে যে সে আর সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে চায় না। হতে পারে আমার সম্পর্কে সে এমন কিছু তথ্য জোগাড় করতে পেরেছে যা সে মনে প্রাণে একেবারেই পছন্দ করে না। হতে পারে তার পরিবার থেকে তার উপর এমন চাপ সৃষ্টি করা হয়েছে যে সে হয়তো এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চায়না। অবশ্য এমনও হতে পারে যে, সে এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে দেখতে চাইছে যে তার প্রতি আমার টান বা আকর্ষণ কতখানি। আমি তার এই হঠাৎ নিরবতাকে কিরকম ভাবে সামলায় ! কোন গভীর বিশ্বাসের ভিত্তিতে আমাদের দুজনের এই যে সম্পর্ক চলছিল সেটা হয়তো সে অনুমান করতে চেয়েছে। আমার উৎকণ্ঠার তীব্রতা দিয়ে সে প্রেমের গভীরতা মাপতে চাইছে। হতে পারে ওই মেয়েটি আবার ধীরে ধীরে আমাকে সমস্ত প্ল্যাটফর্মেই আনব্লক করে দেবে।
taskinahmed publisher