Answered 3 years ago
কি কি সফটওয়্যার ব্যবহার করবেন তা উল্লেখ করলে উত্তর দেয়া সহজ হতো। তবে যাই হোক। ম্যাকে সাধারণ একজন ব্যবহারকারীর জন্য যেসব সফটয়্যার দরকার সেগুলো অলরেডি ইন্সটল করা থাকে। এছাড়াও নামকরা এবং বহুল ব্যবহৃত সত ফ্রি সফটওয়্যার আছে সেগুলোর ম্যাক ভার্সনও ফ্রি।
যেসব সফটওয়্যার উইন্ডোজ এর জন্য পেইড সেগুলো ম্যাকের জন্যও পেইড। যদিও বিষয়টা অনেকেই জানেনা বা বোঝেনা, এর কারণ উইন্ডোজ এ ক্র্যাক সফটওয়্যার খুবই সহজলভ্য। ম্যাকের জন্যও সব সফটওয়্যারের ক্র্যাক ভার্সন পাওয়া যায়। কিন্তু আমি উইন্ডোজ বা ম্যাক ইউজার হোক, কাউকেই ক্র্যাকে উৎসাহিত করিনা। ক্র্যাক সফটওয়্যার হয়তো আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কিন্তু সফটওয়্যার গুলো রিপ্যাক করার সময় সাধারণত লাইট মাইনার, পাসওয়ার্ড গ্র্যাবার, ডেটা আপলোডার, র্যামসমওয়্যার ম্যালওয়্যার যুক্ত করে দেয় ক্র্যাকাররা। এসব অনেক বড় ধরনের রিস্ক। এছাড়া ক্র্যাক সফটওয়্যার গোপনে আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন চালু করে আপনার লাইভ ডেটা নিয়ে নিতে পারে।
ম্যাক কেনার সামর্থ্য থাকলে বেশিরভাগ সফটওয়্যার আপনি কিনে ফেলতে পারবেন। তবে কিছু স্পেসিফিক সফটওয়্যার থাকতে পারে যেমন ফাইনাল কাট প্রো। এটা অনেক দামি সফটওয়্যার। অনেকেরই কেনার সামর্থ্য নেই। সেক্ষেত্রে আপনি ওপেনসোর্স বা অল্টারনেটিভ কিছু ব্যবহার করতে পারেন।
ম্যাক স্পেসিফিক্যালি কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে ম্যাকের পরিবর্তে অনেক কম খরচে উইন্ডোজ পিসি নেয়া উচিত বলে মনে করি।
Azhar Ali publisher