Answered 3 years ago
একটি ডোমেইন নেম অবশ্যই একটি সম্পদ, একটি অনন্য সম্পদ।
বেশ কিছু দিন আগের কথা। আমি আমার কোম্পানির নামে একটা ওয়েবসাইট লঞ্চ করতে চাচ্ছিলাম। আমার কোম্পানির নাম অনুসারে পছন্দ করা নেমটির মালিক অন্য একজন। আমার লোকাল বিজনেসএর জন্য পছন্দকৃত নামটি খুবই দরকার ছিল। আমি ওই রেজিস্টার্ড করা মালিকের কাছে কন্টাক্ট করার চেষ্টা করলাম এবং তাকে অফার করলাম ডোমেইনটির জন্য। তার জন্য উক্ত ডোমেইনটি কোনো কাজের না এটিও তিনি বললেন। কিন্তু সেই ডোমেইনটি আমার কাছে সেল করার জন্য তিনি যে বিনিময় মূল্য চেয়েছেন সেটি বলার মত না।
কাজেই আমি মনে করি ডোমেইন নেম একটি সম্পদ হতে পারে।
[বিঃদ্রঃ আমি খুব লিখালিখি করি না, কিন্তু প্রশ্নটি আমার কাছে উত্তর দেওয়ার মত মনে হয়েছে এই জন্য নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। লিখায় ভুল হলে ক্ষমা করবেন।]
khalidrimon publisher