Answered 2 years ago
তাকে এমন ভাবে শিখাবেন যেন কোন চলমান জীবনের কথা বলছেন গল্পের মত করে। ব্যাকরণ পড়াচ্ছেন এমন যেন মনে না হয়। টেকনিক টা তৈরি করে নিতে হবে আপনার নিজের মতন করে। তাকে শেখানোর আগে আপনাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে বিষয় বস্তু সম্পর্কে। তারাহুরো না করে অল্প অল্প করে পড়ান এবং চলমান জীবনের প্রয়োজনীয় উদাহরণ দিন।
fardinashik publisher