একটা ছেলেকে বিয়ে করতে কী লাগে?

1 Answers   13.7 K

Answered 2 years ago

ব্যটল অব সেক্সে লিপ্ত হতে হয়।

ছেলেদের মাঝে ব্যটল অব সেক্স বেশি হয়। কারন ১ জন বিত্তশালী ছেলে কর্তৃক ১০ জন নারী ব্লক করতে সক্ষম। ফলে বাকি ৯ জন ছেলে বেকায়দায় পড়ে যায় ।

কিন্তু ১ জন মেয়ে কেবল ১ জন ছেলে ব্লক করে। প্রানীজগতে স্ত্রী সদস্যদের একই সময়ে একাধিক ছেলে বিয়ে করে ব্লক করে রাখার মাঝে প্রজননগত উপযোগিতা নেই। ফলে একটি মেয়ে যত অপদার্থই হোক না কেন সংখ্যাগত কারনে তার জন্য বরাদ্দকৃত একটি পাত্র সে পাবেই। তাই এ বিষয়ে তার দুশ্চিন্তা নেই। বরং তাদের দুশ্চিন্তা ভালো পাত্র পাওয়া নিয়ে।

তাই একটি মেয়ের বহুগামিতা/অধিক ছেলে ব্লক করার কারনে অন্য মেয়েদের বিপদে পড়তে হচ্ছে না। তাই তাদের মাঝে এতো বেশি ব্যটল অব সেক্স/যৌন প্রতিযোগিতা হচ্ছে না। সংখ্যাগত কারনে। তারা সর্বদাই অনেকটা সহজে মুক্ত ছেলে খুজে পায়।তাই মেয়েদের বিবর্তন এতো সহিংস ও প্রতিযোগিতামূলক ভাবে হয় নি। মেয়েরা রিলাক্সড।

কিন্তু একটি ছেলে বেকার/উপার্জনহীন হলেও সংখ্যাগত কারনে প্রাকৃতিকভাবে তার জন্যে বরাদ্দকৃত মেয়েটি কিন্তু প্রকৃতিতে রয়েছে।

কিন্তু প্রাকৃতিক বরাদ্দকৃত ঐ মেয়েটিকে সে ভোগ করতে পারবে না। কেননা অন্য উপার্জমক্ষম পুরুষ দ্বিতীয় তৃতীয় নারী হিসেবে তাকে ভোগ দখল করবে। তাই মেয়েদের বেকার বা উপার্জনহীন ছেলে বিয়ে করার প্রয়োজন পড়ে না। তারচেয়ে উপার্জনক্ষম পুরুষের দ্বিতীয়/তৃতীয় নারী/স্ত্রী হিসেবে প্রবেশ করাকে মেয়েরা লাভজনক মনে করে। দোষ মেয়েদের নয়। বরং পুরুষের অধিক কামুকতার।

ধন্যবাদ

Tithi Khatun
tithikhatun
444 Points

Popular Questions