Answered 2 years ago
উনিশ বছরের মেয়ে হয়ে পরামর্শ দিচ্ছি।
চেহারার থেকে ব্যক্তিত্ব অনেক বেশি মূল্যবান। Media- র স্থির করে দেওয়া সৌন্দর্যের মাপকাঠিতে না পড়ার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই।
বন্ধু পাওয়া সহজ, নিজের সাথে বন্ধুত্ব করাটাই জটিল। এটা তারই বয়স।
বন্ধুকে অন্ধ বিশ্বাস করো না, অহেতুক অবিশ্বাস করো না।
প্রকৃত বন্ধুর কোনো লিঙ্গ হয় না।
কাউকে অহেতুক অসম্মান করো না।
অহংকার ত্যাগ করতে পারলে দেখবে পৃথিবী অনেকটা বেশিই সুন্দর।
ক্রোমোজোমের হেরফেরে তুমি কারো থেকে ছোটো হয়ে যাওনি।
পরীক্ষার ফলাফল একটা মানুষকে ভেঙে ফেলার পক্ষে খুবই তুচ্ছ বস্তু।
হতাশা এবং মানসিক অবসাদে আত্মহত্যা নয় তোমার আত্মবিশ্বাসের পুনর্জন্ম হয়।
পরিবারের সদস্যদের তোমার হাত ধরে দাঁড় করানোর দিন শেষ, এবার তোমার তাঁদের হাত ধরার পালা।
শুধু প্রসাধন ও পরিধানে আধুনিক হওয়া যায় না, অজ্ঞ ও অপসংস্কৃতিমূলক মানসিকতার পরিবর্তনে তা হয় (আমি কারো পোশাক নিয়ে কথা বলছি না, আশা করি এটা বোঝার মত প্রাপ্তবয়স্ক আপনারা হয়েছেন)।
যত বেশি সম্ভব বই পড়ার চেষ্টা করো, সব কিছু থেকে, সবার থেকে শেখার চেষ্টা করো। জ্ঞান ছাড়া আমাদের এ পৃথিবী থেকে নেওয়ার কিছু নেই।
তোমার দায়িত্ববান ছেলে কিংবা পরিনত নারী হয়ে ওঠার দরকার নেই, তুমি মানুষ হয়ে ওঠো।
নিজেকে বস্তু বলে মনে করো না, (objectification) করার সুযোগ কাউকে দিও না।
সব পুরুষ সমান নয়, সব নারীও সমান নয়।
নেশা কখনো স্বাভাবিক নয়, আধুনিকতাও না।
নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত হও।
কারো জন্য নিজেকে বিসর্জন দিও না।
অর্থটাই জীবনের অর্থ নয়।
Social media র সু ও কু প্রভাব দুটোই খুব ভালো করে বুঝে নাও।
Periods নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই।
নিজের শরীরকে নিয়ে লজ্জার কিছু নেই।
একশো জনেরও বেশি ছেলে তোমার প্রেমে পড়তেই পারে, তা তোমার যোগ্যতা নয়, অপরাধও না।
বিবাহিত পুরুষদের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখো। কারো সফলতায় প্রভাবিত হওয়া বা অন্যকে নিজের কম বয়সের দূর্বলতার সুযোগ দেওয়া, দুটোই খুব বড় ভুল।
অন্যের প্রেমিকের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখো।
সদ্য জীবনের সঙ্গী হওয়ার বয়সে কি জীবনসঙ্গী খোঁজা যায়?
প্রেমিকের পরিবার তোমার শ্বশুরবাড়ি হয়ে ওঠেনি এখনও, প্রেমিক স্বামী নয়।
গলির মোড়ে শিষ দিয়ে ওরা যখন বলে, "দেখ দেখ ওই _টাকে"…তুমি তার জন্য দায়ী নও।
রাজকুমারের অপেক্ষা না করে, নিজেকে তৈরী করো নিজের বিপদের মোকাবিলা করতে।
ভদ্র ছেলেটি প্রেমের প্রস্তাব দিলে, স্বীকার না করতে চাইলেও, অপমান করো না।
যে শুধু তোমার চেহারা দেখে ভালোবাসে, সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না।
যে ভালোবাসায় সন্দেহ আছে, কান্না আছে, ক্রমাগত আসক্তি কিংবা roomdate এর চাহিদা আছে, সেটা বোধহয় ভালোবাসা নয়।
শরীর ও যৌনতা বিজ্ঞান, তাকে বিজ্ঞান হিসেবে ব্যবহার করো।
Blue film সুন্দর নয়, বাস্তবও না।
তোমার কুমারীত্ত্ব তোমার পরিচয় নয়, আবার সেটা হারানোর মধ্যেও কোনো কৃতিত্ব নেই।
ধর্ষণ সব শেষ করে দেয় না।
এর সাথে আরো হয়তো কিছু যোগ করা যেত, কিন্তু এখানেই আপাতত শেষ হোক।বাস্তব জীবনে অন্তর্মুখী এবং লাজুক বলেই নিজের পরিচয়কে যুক্ত করছি না এর সাথে। পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Edit:- এই প্রশ্নের অনেক upvote ও comment দেখতে পাচ্ছি। কাউকে tag করতে পারলাম না ক্ষমা করবেন কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই প্রশ্নের সাথে আমি নিজের পরিচয় যুক্ত করিনি তার মূল কারণ হলো আমার বন্ধুরা, তাদের কারো কারো সাথে point 24,25, 27 এবং 32 সম্পূর্ণ মিলে যাবে এবং আমি চাইব না শুধু quora র মত একটা মাধ্যমে জনপ্রিয়তার বিনিময়ে তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়তে।
একজন জানিয়েছেন লজ্জা নারীদের ভূষণ। এক্ষেত্রে একটাই কথা বলি, আপনি পারলে কথাটা আরেকবার ভেবে দেখুন।
You Tube নামক জনৈক ব্যবহারকারীর comment টি আমার বেশ ভাল লেগেছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, You Tube, Facebook, Instagram নাম দিয়ে quora ব্যবহার করার চেয়ে নিজের নাম গোপন রাখা অনেক সহজ এবং যুক্তিসঙ্গত। আর আপনি বোধহয় মানসিক বয়সের ব্যপারটা জানেন না, old soul কথাটা search করতে পারেন। এই বয়সেই সুকান্ত কবি হয়ে উঠেছিলেন, ক্ষুদিরাম - প্রীতিলতা বিপ্লবী। Mary Shelley র লেখা বিখ্যাত ইংরেজি উপন্যাস Frankenstein প্রকাশের সময় তিনিও উনিশ বছরের ছিলেন। আর আমি কিন্তু চল্লিশ বছরের উর্ধ্বে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকেও দেখেছি 5 বছরের মেয়ের শরীরে হাত দিতে, 17 বছরের ছেলেকেও দেখেছি প্রতিবাদ করতে।
ধন্যবাদ!
Anis publisher