একজন হতাশ লোককে আপনি কী উপদেশ দেবেন?

1 Answers   3.1 K

Answered 2 years ago

গোবিন্দের শরণ নিন। নিম্নগামী জলকে যেমন সূর্য তার উত্তাপে উর্দ্ধগামী করেন, তেমন নিম্নগামী চৈতন্যকে তিনি উর্দ্ধগামী করেন।

হঠ যোগ অভ্যাস করুন। ব্যায়াম, ওজন প্রশিক্ষণ করুন।।বাম নাকে শ্বাস প্রবাহিত করুন।

নিজেকে সফল হবার আগে বিচার করবেন না।

কি হলে নিজেকে সফল মনে হবে সেটা জানুন। সফল হবার আগে পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং নিয়ে গোপনে কাজ করুন।

এটুকুই করুন।

Surdha Suraiya
surdhasuraiya
192 Points

Popular Questions