Answered 3 years ago
১. প্রথমে অবশ্যই একজন শিক্ষককে ক্লাসে হাসিমুখে প্রবেশ করতে হবে ।
২. অতঃপর প্রথম ১০ মিনিট আগের দিনের পড়াগুলো শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কিনা তা যাচাই করবে এবং হোম টাস্ক থাকলে সেগুলো দেখে নিবে । তবে মনে রাখতে হবে হোম টাস্ক দেখার সময় ছাত্র-ছাত্রীদের কিছু প্রশ্নের উত্তর লেখতে দেওয়া যেতে পারে । যাতে তারা ক্লাসে গন্ডগোল না করে ।
৩. ২০ মিনিট শিক্ষক নতুন লেকচার দিবে ।
৪. শেষ ১০ মিনিট নতুন লেকচার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কিনা তা যাচাই করার জন্য তাদেরকে উক্ত অংশ থেকে প্রশ্ন করবে । আবার নতুন লেকচার সমন্ধে ছাত্র-ছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে শিক্ষক তার জবাব দিবে ।
৫. শিক্ষক প্রতিদিন নতুন লেকচারের উপর বাড়িতে করার জন্য ছাত্র-ছাত্রীদের কাজ দিবে ।
bivorshaim publisher