একজন ব্যারিস্টারের কি দাম বেশি নাকি একজন আইন বিষয়ে ডক্টরেট (পিএইচডি/এমফিল)-এর দাম বেশি?

1 Answers   4.1 K

Answered 3 years ago

একাডেমিক দিক থেকে দেখলে ব্যারিস্টারি পিএইচডির তুলনায় কোনো ডিগ্রিই না, এটা একটা ডিপ্লোমা মাত্র। বার করলে আপনি প্রাকটিসের অনুমতি পাবেন ইংল্যান্ড এবং ওয়েলশে, ওদের চারটা Inn আছে সেগুলোর একটায়। ওটা না করেও যে দেশে থাকেন সে দেশের ডিগ্রি দিয়ে খুব ভালোভাবেই সফল আইনজীবী হতে পারবেন (বার করে আসলেও বাংলাদেশে আপনাকে আলাদা করে এ্যাডভোকেসি পরীক্ষায় পাস করতে হবে)। উপমহাদেশের মানুষ ব্যারিস্টারি করতে বিলেত যায় মূলত: সেই ব্রিটিশ আমলের অভিজাতদের পদাঙ্ক অনুসরণ করে, তাছাড়া একটা বিদেশি ডিগ্রির তো কিছু সুবিধা আছেই। যদি দামের কথা বলতে চান সেটা এইসব ডিগ্রির উপর নির্ভর করেনা, নির্ভর করে স্কিলের উপর। পিএইচডি করা লোক (তাকেও বাংলাদেশে প্রাকটিস করতে হলে ওই এ্যাডভোকেসি পাস করতে হবে) যে প্রাকটিসে ভালো হবে এর কোনো নিশ্চয়তা নেই, আর ব্যারিস্টারি পাস করলেই যে তিনি সফল আইনজীবী হতে পারবেন এটাও বলা যায়না।

উত্তরটা হচ্ছে, ডিগ্রি না, আপনার দাম নির্ভর করবে আপনি কাজ জানেন এবং করতে পারেন কিনা তার উপর।


Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions