একজন নির্দিষ্ট ভালো পুরুষ ভালো স্বামী কিভাবে হওয়া যায়?

1 Answers   3.2 K

Answered 2 years ago

ভালো স্বামী বা ভালো স্ত্রী হওয়ার জন্য যেটা সবার আগে দরকার সেটা হলো পারস্পরিক সম্মানবোধ। স্বামী এবং স্ত্রী দুজন যদি দুজনের প্রতি সমানভাবে দায়িত্ববোধ সম্পন্ন হয় সেক্ষেত্রে দুজনের সম্পর্ক অনেক মজবুত হয়।

একজন পুরুষকে একজন ভালো স্বামী হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো এরকম

স্ত্রীকে তার যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া।

স্ত্রীকে সবসময়ই হাসিখুশি রাখার চেষ্টা করা।

স্ত্রীর পছন্দ ও ভালোলাগাকে গুরুত্ব দেওয়া।

পরিবারের সকলের সামনে স্ত্রীর একটা পরিচ্ছন্ন ও সম্মানজনক ইমেজ তৈরি করা।

পারিবারিক যে কোন সিদ্ধান্ত গ্রহনের আগে স্ত্রীর মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা।

স্ত্রীর ছোটখাটো ভুলগুলোকে বড় করে না দেখে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করা।

স্ত্রীর ব্যক্তি স্বাধীনতায় কোনভাবে হস্তক্ষেপ না করা।

স্ত্রীর বাপের বাড়ির লোকজনদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলা ।

স্ত্রীর পূর্ব পরিচিত বন্ধু বান্ধবীদের সঙ্গে কথাবার্তা চালানোতে কোনরকম বাধা সৃষ্টি না করা বা সন্দেহের চোখে না দেখা।

উইক - এন্ডে মাঝে মাঝেই স্ত্রীকে নিয়ে মার্কেটিং বা লংড্রাইভে যাওয়া।

স্ত্রীর ছোটখাটো ইচ্ছাগুলো খুব তাড়াতাড়ি পূরণ করা।

স্ত্রীর শরীরের প্রতি যত্নবান হওয়া।

প্রতিক্রিয়াশীল পুরুষ সমাজ এই জাতীয় কর্তব্যগুলো উপেক্ষা করতে পারেন কারণ তারা ভাবতে পারেন এই জাতীয় কাজগুলি সাধারণত স্ত্রৈন পুরুষেরা করে থাকেন।

Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions