একজন নবীন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আপনি কোন পরামর্শ দিবেন?

1 Answers   6.9 K

Answered 2 years ago

উত্তর নংঃ ২১০।

১) পড়ালেখা করার জন্য যেহেতু ভার্সিটিতে ভর্তি হইস, সুতরাং সবকিছুর আগে পড়ালেখাকে প্রাধান্য দেয়া।

২) যারা বলবে সিজিপিএ ম্যাটার করে না তাদের সাথে একদমই মেলা মেশা না করা।

৩) যত বেশি সম্ভব সবার সাথে যোগাযোগ তৈরী করা।

৪) পড়ালেখার বাইরে আরো বিভিন্ন পড়ালেখা মূলক এবং এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতে অংশ গ্রহণ করা।

৫) যত বেশি সম্ভব স্কিল ডেভেলাপ করার চেষ্টা করা।

৬) ভার্সিটি থেকে বের হওয়ার অনেক আগে থেকেই চাকরীর বাজার সম্পর্কে বিস্তারিত ভাবে খোঁজখবর রেখে সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করা

৭) স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা

Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions