Answered 2 years ago
লেখাপড়া ছেড়েছি ২৫ বছর হয়ে গেছে। এখন, এই বয়সে এসে আমি বুঝতে পেরেছি- সব কিছু ছেড়ে দিয়ে ছাত্র জীবনে মন দিয়ে পড়াশোনা করা উচিৎ। আর অন্য কোনো দিকে তাকানো উচিত না। শুধু লেখাপড়া। মন দিয়ে লেখাপড়া। ২৫/২৬ বছরে আমাদের লেখাপড়া শেষ হয়ে যায়। এই ২৫/২৬ বছর শুধু মন দিয়ে লেখাপড়া করলে, তারপর জীবন সুন্দর হয়ে যায়। ভালো চাকরী পাওয়া যায়। অথবা ব্যবসা করা যায়। গোঁজামিল দিয়ে কোনো রকমে লেখাপড়া করলে চাকরী জীবনে আপনাকে বারবার বাধাগ্রস্ত হতে হবে।
একজন ছাত্রের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করে যাওয়া। ভালো রেজাল্ট করা। একজন ছাত্র অবশ্যই সকালবেলা পড়তে বসবে এবং সন্ধ্যার পর অবশ্যই পড়তে বসবে। আপনি মন দিয়ে লেখাপড়া করলে আপনারই লাভ। যেহেতু নিজেরই লাভ তাই লেখাপড়ায় সমস্ত মন প্রান উজার করে দিতে হবে। দেখুন, আমি লেখাপড়া শেষ করেছি বহু বছর আগে, অথচ এখনও আমি প্রতিদিন পড়ি। না পড়লে ভালো লাগে না। যতই পড়ি, নিজেকে তত মূর্খ মনে হয়। আমার বউ আছে, বাচ্চা আছে। ছোট একটা সংসার আছে। আমার ইচ্ছা আছে 'পিএইচডি' করবো আমেরিকা থেকে।
কাজেই আপনি ফেসবুকিং করবেন। বন্ধুদের সাথে আড্ডা দিবেন। টিকটক করবেন। ইউটিউব দেখবেন। বেড়াতে যাবেন। সব কাজ করবেন। কিন্তু লেখাপড়া বাদ দিয়ে নয়। সবার আগে লেখাপড়াকে আপনার প্রথম গুরুত্ব দিতে হবে। আপনি ভালো ভাবে লেখাপড়া করলে আপনার বাবা মা খুশি হবেন। আপনি যখন ভালো ভাবে লেখাপড়া শেষ করে কোনো চাকরী বা ব্যবসা করবেন। জীবনে সফল হবেন। আমি আপনাকে বলল, সময় বের করে কমপক্ষে দুটা টিউশনি করুণ। তাতে আপনার ভালো হবে।
Arif Khondokar publisher