এই যুগে দ্বিতীয় অথবা বহু বিবাহ আপনারা কি সমর্থন করেন?

1 Answers   6.1 K

Answered 2 years ago

একজন মুসলমান হিসেবে বলছি বিয়ে করাটা গুনাহ নয়। বরং পতিতালয়ে গিয়ে যৌনকর্ম করাটা নিকৃস্ট গুনাহ্। যদি কোনো পুরষের সামর্থ্য থাকে,অর্থনৈতিক, শারিরীক,মানসিক, এবং তার বর্তমান স্ত্রী যদি তার যৌনকামবাসনা পূরন করতে কিংবা সাংসারিক অন্য কোনো কাজ সম্পাদন করতে ব্যার্থ হয় তবে সে তার বর্তমান স্ত্রীর অনুমতি নিয়ে পরবর্তী বিবাহ করতে পারবে। সমাজে এমন অনেক মহিলা আছেন যাদের স্বামী মারা গিয়েছেন। অথবা তালাকপ্রাপ্তা,, তারা তো আর জনগনের সম্পদ হতে পারেনা। সুস্ঠ নিয়ম মেনে তাদেরকে বিয়ে করা এবং তাদের বাকি জীবনের একটা নিরাপত্তা এবং ভরসা নিশ্চিত করার জন্য আল্লাহ্ তায়ালা বহু বিবাহের নির্দেশ দিয়েছেন। অবশ্যই সবকিছুর মালিক আল্লাহ্, এবং এই দুনিয়ার জীবন আমাদের জন্য পরিক্ষাস্থল মাত্র, আর একজন মানুষের নিরাপত্তা দেয়ারও মালিক আল্লাহ্। সেটা যেকোনো উছিলায় হতে পারে। একজন নারীর নিরাপত্তা এবং সুরক্ষার জন্য তার স্বামী একটি উছিলা মাত্র।
Islam Jahidul
islamjahidul05
145 Points

Popular Questions