Answered 3 years ago
কথায় বলে,
“সময় বহিয়া যায়, নদীর স্রোতে র প্রায়
যে জন না বোঝে তারে, ধিক শত ধিক”
নোকিয়া আর এইচটিসি র সমস্যা তা ঠিক এখানেই। সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পেরে, আজ দুজনেই বিস্মৃতির আড়ালে প্রায় মুছে যেতে বসেছে।
প্রথমে আসা যাক নোকিয়া তে। একসময় নোকিয়া ছিল মোবাইলে ফোন জগতের একচ্ছত্র অধিপতি। নোকিয়া অনেক ফোন আজও হাজার হাজার মানুষের আবেগের সাথে জড়িয়ে আছে। নোকিয়া এতটাই মশগুল হয়ে যায় নিজেদের ফোন আরে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম নিয়ে, যে তারা দেখতে পায়না পরের প্রজন্মের মোবাইলে প্রযুক্তি - টাচস্ক্রিন কে । যখন ধীরে ধীরে এন্ড্রইড আর টাচস্ক্রিন ফোন বাজারে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে তখন টনক নড়ে নোকিয়ার। কিন্তু তবুও সিম্বিয়ান কে ছাড়তে তারা নারাজ, কারণ তাদের গতানুগতিক বাজারের থেকে কিছু আলাদা করার নেশা মাথায়। শেষ মেষ যখন সিম্বিয়ান ছাড়লো, ততদিনে বাজারে নোকিয়া অনেক পিছিয়ে পড়েছে অন্যান্য প্রতিযোগীদের থেকে। কিন্তু, কিছু আলাদা করার নেশা তখনও তাদের যায়নি। তাদের ধারণা চলতি ধারার একদম বিপরীত কিছু করলেই সাফল্য আসবে নিশ্চিত। শেষ মেষ তারা শরণাপণ্য হয় মাইক্রোসফট এর। প্রচলিত বাজারের স্রোতের সম্পূর্ণ উল্টো দিকে। পরবর্তীকালে এইটাই তাদের সবচাইতে বড় ভুল বলে প্রমাণিত হয়।
আজ বাজারে নোকিয়া ফিরে এসেছে এবং নিজেরদের ভুল শুধরে, নতুন এন্ড্রইড ফোন ও নিয়ে এসেছে গ্রাহকদের কাছে। তবে আজকের নোকিয়া সেই পুরোনো নোকিয়া র জনপ্রিয়তার ধরে কাছেও পৌঁছতে ঢের দেরি।
এবারে আসা যাক এইচটিসি তে। বাজারে এন্ড্রইড বিপ্লবের সর্বপ্রথম সেনাপতি ছিল এইচটিসি - গুগলের প্রথম নেক্সাস বানানোর দায়িত্ব কিন্তু এরই পেয়েছিল। একসময় এই এইচটিসি ই এন্ড্রইড কে সাথে নিয়ে, নোকিয়া আর ব্ল্যাকবেরির জনপ্রিয়তায় ভাগ বসায়। এমনকি এই এইচটিসি ই বাজারে নিয়ে আসে প্রথম দুই ক্যামেরার ফোন। অথচ এরাই গ্রাহকদের প্রত্যাশার চাপ না নিতে পেরে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। এদের অতি নিখুঁত হওয়ার চেষ্টা, গ্রাহকদের অতি প্রত্যাশা সব নিয়ে এইচটিসি ডুবতে শুরু করে। যেমন ধরুন, এদের UI HTC সেন্স। নিঃসন্দেহে ভালো, কিন্তু সেন্স কে নিখুঁত করে তোলার নেশায় এরা এতটাই মশগুল থাকে যে এরা বাজারের চাহিদাটা বোঝার চেষ্টাই না। ফলে গ্রাহকদের কাছেও সেন্স এর গুরুত্ব আর আকর্ষণ কমতে থাকে। যে এইচটিসি সামসুং কে পেছনে ফেলে দিয়েছিল একসময়, তাদের এখন অবস্থা অতি শোচনীয়।
অতএব সময়ের সাথে বাজারের চাহিদা না বোঝার জেদ, এই দুই মহারথীর পতনের একমাত্র কারণ বলেই আমি মনে করি।
imonrana publisher