Answered 3 years ago
এইচটিএমএল হচ্ছে একটা স্ক্রিপ্টিং বা মার্কআপ ল্যাংগুয়েজ। ওয়েবসাইডের কাঠামো তৈরি করতে মূলত এইচটিএমএল ব্যাবহার করা হয়। এটি বেশ সহজ, যে কেউ কয়েক ঘন্টা সময় দিয়ে কিছু কাঠামো তৈরি করে ফেলতে পারবে। আর নাসা কি তা সবাই জানেন।
বাংলাতে অল্পবিদ্যা ভয়ংকরী একটা প্রবাদ আছেন। ২লাইন স্ক্রিপ্টিং শিখেই যেসব নাদান বাচ্চারা নিজেকে এডওয়ার্ড স্নোডেন ভেবে মনের মাধুরি মিশিয়ে আজগুবি টেকনিকাল ফাঁপরবাজি করে তাদেরকে কোডার রা ট্রল করে এইচটিএমএল হ্যাকার বলে। এইচটিএমএল একটা দূর্বল মার্কাপ ল্যাংগুয়েজ। এটা দিয়ে নাসা দূরে থাক, এটি হ্যাকিং এর সাথে সম্পর্কিত কোনো মূলধারার প্রোগ্রামিং ল্যাংগুয়েজই নয়।
hafizakhatun publisher