Answered 3 years ago
HSC/GRADUATION দুই এক্সাম এর পড়েই যেতে পারেন। তবে এদেশে যদি ভালো পাবলিক/প্রাইভেট (ব্রাক,NSU) এগুলোতে পড়তে পারেন তাহলে GRADUATION করার পরে যাওয়াই ভালো। আপনার মানসিক একটি বিষয় উন্নতি হবে এবং বয়সের ও। এছাড়া আপনি HSC এর পর গেলে অনেকের ই ভাষাগত সমস্যা হয় (চায়না,জাপান,জার্মানি) এবং সব কিছু বুঝে উঠতেও বেশ সময় লেগে যাবে।
সর্বোপরি দেশে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে বিদেশ গিয়ে পড়া ই ভালো।
azim publisher