উইন্ডোজ 10 এ ইএসপি ড্রাইভ কী?

1 Answers   4 K

Answered 2 years ago

বর্তমানে অধিকাংশ মানুষ উইন্ডোজ সেটআপ করার জন্য পেনড্রাইভ ব্যবহার করে। এতে সবচেয়ে বড় সুবিধা দ্রুতগতিতে সেটআপ দেওয়া যায়। কারণ ডিস্কের চেয়ে পেনড্রাইভের ডাটা রিড রাইট ক্ষমতা বেশি।

পেনড্রাইভে সেটআপ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন পেনড্রাইভ ভালো মানের হয়। পেনড্রাইভের ইউএসবি ভার্সন ৩.০ এর উপরে হলে ভালো হয়। আর কম্পিইটারের ইউএসবি ভার্সন ৩.০ তে লাগাবেন। এগুলো বাধ্যতামূলক নয় তবে শ্রেয়।

এবার আপনার প্রশ্নের উত্তর দিই, যে আইএসও ফাইল ব্যবহার করে উইন্ডোজ দিবেন তার ফাইল-সাইজ দেখুন। যা হবে তার থেকে পেনড্রাইভ দুই-এক জিবি বেশি হলেই চলবে।

বর্তমান-২০২১ এর অফিসিয়াল উইন্ডোজের ফাইল ৫.২ জিবি। আপনার পেনড্রাইভ ৮ জিবি হলেই চলবে।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions