ইসলামে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

1 Answers   2.6 K

Answered 3 years ago

ব্যাঙ্যালুরে দেবী শেঠি এর হাসপাতালে কিছু টিভি স্ক্রিন আছে। সেখানে কিছু দৈন্দিন স্বাস্থ্য টিপস দেখানো হয়।

একটা দেখেছিলাম দাড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথর হবার চান্স বেশী থাকে।

আরেকটা দেখেছিলাম ঢিলাঢালা কাপড় পরতে,যেন শরীরের শিরাগুলো সহজে রক্ত পরিবহন করতে পার।

আর এইদুটো স্বাস্থ্যটিকা অনেক আগে থেকে ছিলো ইসলাম ধর্মে।

এই রকম আরোও কিছু স্বাস্থ্য টিপস ইসলাম ধর্মে আছে।যেমন খাওয়া আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাওয়া।কারন আমরা যা খাই তা ব্রেনে যেতে প্রায় দশ মিনিটের মত লাগে,এখন যদি আমরা আস্তে আস্তে চিবিয়ে খাই তাহলে আমাদের ব্রেন বুঝতে পাড়বে আমরা খেয়েছি ফলে আমরা কম খাব।তেমনি আমাদের পেট ভরে না খাওয়ার জন্য এবং পেটের তিন ভাগের একভাগ খাওয়ার জন্য ইসলাম ধর্মে আছে।

Indila Indira
indilaindira
286 Points

Popular Questions