Answered 3 years ago
ইসরোর ব্যর্থতার সাথে মুসলিমদের কি যোগ ঠিক বুঝলাম না। হিন্দুদের আলাদা করে কোন যোগ আছে কি ? আর শিখদের , জৈন খ্রিস্টানদের ? এটা কি ধরণের প্রশ্ন বুঝলাম না। চন্দ্রযান তো একটা যান। একটা বৈজ্ঞানিক প্রযুক্তি…তার তো কোন ধর্ম নেই ? তাকে নিক্ষেপ করা হয়েছে ..সে বেচারা এখন কোথায় কি করছে কেউ জানে না। বেঁচে আছে না..ধ্বংস হয়ে গেছে ..নাকি উল্টে আছে কেউ জানে না। প্রজ্ঞান বেরিয়ে অনাথ হয়ে হেঁটে হেঁটে পরিশ্রান্ত হচ্ছে কি না কেউ জানে না। বৈজ্ঞানিকরা দিনরাত অপেক্ষা করছে একটা সিগন্যালের জন্য ।
আর মুসলিমরা এই ব্যর্থতাকে কিভাবে দেখছেন. এই নিয়ে ইসরো কিছু ভাবছে কিনা সেই খবর আমার কাছে নেই। ওটা আমি দিতেও পারবো না। ইসরো আমার মামার বাড়ী না যে আব্দার করলাম ..মামু মামু বল না তোমার কি এসে গেল..বল না গো..Quora তে একজন জিজ্ঞাসা করেছেন..প্লিজ বল।
সব জায়গায় ধর্ম ঢোকাবেন না। কিছু জায়গাকে তো রেহাই দিন। ইসরো যা করছে কোন এক ধর্মের জন্য করছে না..পুরো বিশ্বের মঙ্গলার্থে করছে। চন্দ্রায়নের সুফল হিন্দু মুসলিম নির্বিশেষে গোটা দুনিয়া ভোগ করবে।
rabiyakhatun publisher