Answered 3 years ago
কূটনীতি পররাষ্ট্রনীতি ইত্যাদির জন্য পড়াশুনা লাগে। ইসরাইল দেশটি ছোট হলেও সারা বিশ্ব সমীহ করে। এমনকি খোদ আমেরিকাও! কারণ তারা শিক্ষাদীক্ষা আর জ্ঞানবিজ্ঞানে বড়। এটাই আসল ক্ষমতা। এইটা না থাকলে সমতার ভিত্তিতে বন্ধুত্বও হয়না। যেটা হয় সেটা হলো মুনিব চাকরের সম্পর্ক। আমার বাড়িতে বেড়াতে আসলে পারলে নিজের শোয়ার ঘরটা অতিথিকে দেওয়া আর তাহার বাড়িতে গেলে বৈঠকখানায় শুইতে দেওয়ার সম্পর্ক।
ধনীরা মাঝে মাঝে গরিবদের পিঠ চাপড়ে বাহবা দেয়। এই দেওয়া কিন্তু সেই দেওয়া না। গরিব রাষ্ট্রগুলোকেও মাঝে মাঝে ধনী রাষ্ট্রগুলো পিঠ চাপড়ে দেওয়ার মত করে বলে "উন্নয়নে তোমার দেশ এখন বিশ্বের কাছে রোল মডেল"! শিক্ষার অভাবে গরিব রাষ্ট্র সেটাকে সত্যি বলে ধরে নেয়।
সত্যিকারের উন্নয়ন কাকে বলে সেটা না জানলে বা না জানার ভান করতে চাইলে সেটা নিয়েই সরকার ডুগডুগি বাজায় বাহবা নেওয়ার জন্য। সত্যিকারের উন্নয়নের মুলে রয়েছে শিক্ষা। এটা না থাকলে কোন দেশের সাথে সত্যিকারের বন্ধুত্বও হবে না। টেকসই ও ভালো বন্ধুত্বের জন্য দুজনের মাঝে অর্থ, জ্ঞান ও প্রজ্ঞার ফারাক কম হওয়া বাঞ্চনীয়।
mahbubalom publisher