ইলন মাস্ক ১৯৯৭ সালে পদার্থবিদ্যা এবং অর্থনীতিতে ব্যাচেলর করেন। একসাথে দুইটি ব্যাচেলর ডিগ্রি কি করা সম্ভব একই বিশ্ববিদ্যালয় থেকে?

1 Answers   6.9 K

Answered 3 years ago

ক্রমানুসারে প্রশ্নগুলোর উত্তর দিই।

একই বিশ্ববিদ্যালয় থেকে একত্রে একাধিক আন্ডারগ্র‍্যাড করা যায়। আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থায় এটা খুব সম্ভব। এখানে মুক্ত ক্রেডিট ব্যবস্থা তাই একসাথে একাধিক ডিগ্রির লেখাপড়া করা যায়। ইলনের উদাহরণটাই ধরেন, পদার্থ আর অর্থের লেখাপড়া বেশ কিছু গনিত ভিত্তিক কোর্স অভিন্ন হওয়ার কথা। তাতে ওর আরও সুবিধা হয়েছে। আর এখানে এটা খুব বেশি আহামরি কিছুও না। খানিকটা ভাল মানের ছাত্ররা প্রায় সবাইই দুইটা ডিগ্রি একসাথে করতে চেষ্টা করে।

চিফ ইঞ্জিনিয়ারের পদটা আসলে প্রকৌশলীর পদ না, সেটা একজন ব্যবস্থাপক বা ম্যানেজারের পদ। ইলনের মত কেউই সেখানে বসার কথা। যারা প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করে, তাদের মধ্যেও কিছু লোক ঐ ধরনের পদে বসে। কিন্তু সেখানে পৌঁছানর আগেই ধীরে ধীরে ব্যবস্থাপকে পরিনত হয়।

Rasel Rana
raselrana
462 Points

Popular Questions