ইরানের নির্মিত সাবমেরিন 'ফাতেহ' প্রযুক্তিগতভাবে কতটা আধুনিক?

1 Answers   6.4 K

Answered 3 years ago

অন্য কোনো দেশে আক্রমণের জন্য নয়, বরং নিজেদের আত্মরক্ষার কাজে ব্যবহারের উদ্দেশে শতভাগ দেশীয় প্রযুক্তিতে ইরান তৈরি করেছে এক অত্যাধুনিক সাবমেরিন, যার নাম ‘ফাতেহ’। [1]

এটি সেমি-হ্যাভি তথা মাঝামাঝি শক্তিশালী একটি সাবমেরিন। যা দেশটির কম শক্তিশালী সাবমেরিন ‘ঘাদির’ এবং অধিকতর শক্তিশালী সাবমেরিন ‘কিলো’র মাঝামাঝি অবস্থানে রয়েছে।[2]

নৌ কর্মকর্তাদের তথ্যমতে, এটির ওজন ৬০০ টন এবং এতে টর্পেডো ও নেভাল মাইনের মতো অস্ত্র বসানো হয়েছে।

এ সাবমেরিনটি সমুদ্র পৃষ্ঠ থেকে ২০০ মিটার গভীরে পানির নিচ দিয়ে চলতে পারে এবং একটানা পাঁচ সপ্তাহ বা ৩৫ দিন পানির নিচেই থাকতে পারে।

ইরানে নির্মিত সাবমেরিন ফাতেহকে গাইডেড-ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়ও সজ্জিত করা হয়েছে। সেই সাথে এতে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা যা শত্রু জাহাজকে শনাক্ত করতে সক্ষম।

Prema Islam
premaislam
445 Points

Popular Questions