Answered 3 years ago
হ্যাঁ অবশ্যই সমস্যা হয়। অংক খুবই জটিল বিষয়। অংক করার সময় কেন আপনি গান শুনবেন? আপনি যদি গান শুনেন, একই সাথে অংক করেন তাহলে আপনি গানে বা অংকে কোথাও মন দিতে পারবেন না। গান শোনাটা জরুরী নয়। অংক করাটা জরুরী। আপনি যদি গান খুব ভালোবাসেন তাহলে অংক করার আগে বা পরে মন ভরে গান শুনে নিবেন। ছাত্রাবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন লেখাপড়া। এই লেখাপড়াই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সুন্দর ভবিষ্যৎ গড়ে দিবে। কাজেই গান, নাটক, সিনেমা সব পরে।
rahdulislam publisher