ইন্ডিয়া আঞ্চলিক প্রভাব বিস্তারে কতটুকু সফল?

1 Answers   13.2 K

Answered 2 years ago

ইন্ডিয়া আঞ্চলিক বৃহৎ যুদ্ধ এড়াতে সুকৌশলে পাকিস্তান রাষ্ট্র বিচ্ছিন্নকরণ করেছে,পাকিস্তান রাষ্ট্রের দূর্বলকরন করে, শক্তি খর্ব করে।পূর্ব পাকিস্তানের ভূখন্ড ব্যবহার করে ইন্ডিয়ার অভ্যন্তরীণ নদরদারী এড়াতে।যাইহোক, ইন্ডিয়া সম্পূর্ণরূপে সফল ভৌগলিক প্রভাব বিস্তারে।তাছাড়া বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে বর্তমানে ইন্ডিয়া অনেক ধরনের সুবিধা নিচ্ছে। ১৭৫৭ সালে স্বাধীণতার সূর্য অস্তমিতের ধারাবাহিকতায়, ১৯৪৭ সাল পরবর্তী ইন্ডিয়ার ষড়যন্ত্র সফল। এ ভুখন্ডের তথাকথিত ধর্মান্ধরা নির্বোধ, পৌত্তলিক ষড়যন্ত্রকারীরা সফল। বিঃদ্র ইন্ডিয়ার বাংলা সংস্করণ নামটি উল্লেখ করা থেকে বিরত থাকা হয়েছে, কারণ এটি পৌত্তলিকদের বাচাইকৃত সবচেয়ে নিকৃষ্টতম উলাঙ্গ মূর্তির নামকরনের নামাঙ্কৃত। আর সাব কন্টিনেন্টাল থেকে দুর্নীতি দূর কোনদিন হবে না ,সম্ভব নয়।কারণ অসাধুতার সংস্কৃতির চর্চা পূর্ণুৎপাদিত হয়।
Aysha Khatun
ayshakhatun
201 Points

Popular Questions