ইন্ট্রোভার্ট মানুষের লক্ষণ কী কী?

1 Answers   14.3 K

Answered 3 years ago

এই শ্রেণীর মানুষ একটু চুপচাপ থাকে, কথা কম বলতে পছন্দ করে। তারা কথা বলার থেকে শোনে বেশি। অনেক মানুষের ভিড় এদের পছন্দ নয়। যেহেতু এরা শোনে বেশি সেইজন্য যখন কথা বলে খুব যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ হয়। এরা কিছু চুজি হয় সেই কারণে একা কিংবা খুব কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করে। চিন্তা করে কথা বলে। নতুন বা অচেনা মানুষের সাথে কথা বলতে খুব একটা পছন্দ করে না। এদের খুব বেশি বন্ধু থাকে না।

ST Shopon
stshopon
252 Points

Popular Questions