ইন্টারনেট থেকে কম সময়ে নিজের যাবতীয় সকল প্রকার একাউন্ট মুছে ফেলার সবচেয়ে কার্যকরী উপায় কী?

1 Answers   4 K

Answered 2 years ago

এক নিমেষেই ইন্টারনেটে থাকা সকল একাউন্ট মুছে ফেলার মত কোন উপায় নেই। তবে আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে থাকা আপনার একাউন্ট গুলো মুছে দিতে চান তাহলে justdeleteme অথবা accountkiller আপনার জন্য খুবই উপকারী দুটি সাইট। এর সাহায্যে Facebook, Gmail, quora, এর মতো শতশত জানা অজানা সাইটে থাকা একাউন্ট ডিলিট করা যায়। এর জন্য প্রথমে আপনাকে justdeleteme
নামক সাইট টিতে যেতে হবে, তার পর যে একাউন্টটি ডিলিট করতে চান সার্চ বক্সে তার নাম লিখবেন, যেমন quora একাউন্ট ডিলিট করতে চাইলে quora অথবা শুধু q লিখলেই quora ডিলিট করার লিংক চলে আসবে, তারপর লিংকে ক্লিক করে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার মাধ্যমে খুব সহজেই একাউন্টটি ডিলিট করতে পারেন। এক্ষেত্রে পাসওয়ার্ড জানা না থাকলে একাউন্ট ডিলিট করা যাবেনা।

Suriya Sultana
suriyasultana
519 Points

Popular Questions