Answered 3 years ago
প্রথম ইন্টারনেট ব্যাবহার করা শুরু করি ২০০৪/২০০৫ সাল নাগাদ , ঠিক মনে নেই। Sify iWay সাইবার ক্যাফে তে আমি আর আমার বন্ধু দুজনে মিলে একটা মেম্বারশিপ কার্ড বানিয়েছিলাম , ইয়াহু মেল খুলতাম আমাদের মেল চেইক করার জন্য। সপ্তায় একদিন করে যেতাম দুজনে একসাথে, ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট করতাম।বাড়িতে ইন্টারনেট আসে ২০০৮ সাল নাগাদ , bsnl এর ডায়াল আপ নাকি ব্রডব্যান্ড ছিল মনে নেই, যেটা মনে আছে সেটা হলে আমার মাসিক প্ল্যান ছিল ৫১২ এমবি । জিমেল চেক করতাম আর অর্কুট করতাম। ফায়ারফক্স ব্রাউজার বেশ ভাল ক্যাশে করে রাখতো , তাই ঐ নেট এ কষ্ট করে চালিয়ে নিতাম।আজকাল বাড়িতে ওয়াইফাই সাথে আনলিমিটেড নেট, বাড়ির সবার মোবাইল এ ১.৫ জিবি করে নেট, নেট শেষ করা যায় না বলে জোর করে ইউটিউব /আমাজন প্রাইম দেখি। জীবন টা শেষ করে দিল পুরো।
rashedulrana publisher