ইন্টারনেটে কোন বিষয়ের উপর বেশি সময় দিতে আপনার ভালো লাগে?

1 Answers   4.3 K

Answered 2 years ago

কোরা, ইউটিউব এবং মিডিয়াম ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। তবে কোরা, ইউটিউব এবং মিডিয়ামকে কেন যেন আমার সোশ্যাল মিডিয়া বলতে দ্বিধা হয়। আর এই তিনটা মিডিয়াম আমি ব্যবহার করি নিজের লেখা এবং ভিডিও-র প্রয়োজনে।


যদিও অফলাইনে কাগজের বই পড়ে আমার সময় ব্যয় হয়। যদিও উপভোগ করা সময়কে আমার অপচয় বলে মনে হয় না। সেই সময়কে আমার অপচয় বলে মনে হয় যা আমি উপভোগ করি না। ইন্টারনেটের যে জায়গাগুলোতে আমি সময় দিতে ভালোবাসি তা নিয়ে বলছি।


নেটফ্লিক্স (Netflix):


মুভি, টিভি শো, ডকুমেন্টারি সবই সমান তালে দেখি। তবে ইদানিং ডকুমেন্টারি দেখছি শুধু। এই মাসে যা দেখেছি এবং দেখব।


আমার সবচেয়ে প্রিয় মুভি ইনটু দ্য ওয়াইল্ড (Into The Wild), প্রিয় টিভি শো ব্রেকিং বেড (Breaking Bad), প্রিয় ডকুমেন্টারি দি মোল (The Mole).


কোর্সেরা (Coursera):


আমার প্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আগে প্রতি সপ্তাহে একটা করে কোর্স করতাম। তবে এখন বই পড়ার পরিমাণ বাড়ানোর পর কোর্স করা কমিয়ে দিয়েছি। প্রতি মাসে একটা করে কোর্স করি। প্রতিদিন ১৫ মিনিট সময় দিয়ে একটা উইকের দুইটা ভিডিও দেখি এবং একটা ডাইরিতে নোট করি।


দি সাইন্স অব ওয়েল বিং (The Science of Well-Being) কোর্স আমার চিন্তাধারা অনেক পরিবর্তন করে দিছে। হেলিং উইথ উইথ দি আর্টস (Healing With The Arts) এখন করতেছি। অসাধারণ কোর্স দুটো। আমি কিন্তু কোর্সেরা তে শুধু শখ হিসেবে কোর্স করি। জ্ঞান অর্জন আমার মূল উদ্দেশ্য নয়।


গুডরিডস(Goodreads):


আমি যেমন বই পড়তে ভালোবাসি তেমনি বই নিয়ে লিখতেও ভালোবাসি। বই নিয়ে কারো সাথে কথা বলতে আমার খুব ভাল্লাগে।


আমার মনে হয় যারা বইপোকা তাদের প্রত্যেককে গুডরিডসে তাদের পড়া বইয়ের অনুভূতি শেয়ার করা উচিত। এতে করে বইপোকাদের উপকার হবে। আমি প্রতিটা বই পড়া শুরু করার সময় গুডরিডসে আপডেট দিয়ে রাখি এবং পড়া শেষ হলে রিভিউ লিখি। গুডরিডসে রিভিউ লিখে আলাদা শান্তি পাওয়া যায়। আমার রিভিউ পড়ে অনেকে সে বইটা পড়ে। আমি তো এটাই চাই।


ডুয়োলিংঙ্গো (Duolingo):


ইদানিং ভাষা শেখার নতুন শখ তৈরি হইছে। এজন্য অবশ্য সৈয়দ মুজতবা আলী দায়ী। আপাতত ফ্রেঞ্চ এবং জার্মান শিখছি। শখের বশে শিখছি। বলতে গেলে ওই ভাষায় সাহিত্য চর্চা করার জন্য।


ইউটিউব (YouTube):


ইউটিউবে ইয়েস থিউরি (Yes Theory) এবং TED-Ed এর ভিডিও দেখতে ভাল্লাগে। তাছাড়া নিজের একটা ইউটিউব চ্যানেল আছে বুকস উইথ আকাশ (Books With Akash)। বর্তমান প্রজন্মকে ধ্বংস করার জন্য খুলছি। দেখি কতজনকে ধ্বংস করতে পারি।

তাছাড়া কোরাতে তো নিয়মিত লিখছি। স্পটিফাইতে গান শোনতে ভাল্লাগে। এছাড়া ইন্টারনেটের অন্য কোনো জগতে আমার অস্তিত্ব নাই।


আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ইন্টারনেট থেকে দূরে থাকতে। আমি সবসময় একা একা থাকি এজন্য প্ল্যাটফর্ম গুলোতে লেখা এবং ভিডিও পাবলিশ করি। কারণ আমার কারো সাথে কথা বলতে মন চাই। আর আমি এসব প্ল্যাটফর্মে লেখা কিংবা ভিডিও-র মাধ্যমে কথা বলি।


আমার মনে হয় কোরা বাংলায় আমার প্রয়োজন শেষ। আমি এখন যে ধরনের লেখা লিখতে চাই তা পড়ার মত অডিয়েন্স কোরা বাংলায় নেই। তাই কোরা বাংলায় এটাই আমার দেয়া শেষ প্রশ্নের উত্তর।


আর আমি যে এই প্ল্যাটফর্মগুলোতে এত কন্টেন্ট পাবলিশ করি তাতে কিন্তু এক টাকাও পাই না। অনেকে মনে করে এসব জায়গা থেকে আমি টাকা উপার্জন করি যা তাদের ভুল ধারণা। আমি শুধু শখের বশে এসব করি।


তবে হ্যাঁ, বইপোকা মঞ্চে নিয়মিত বই রিভিউ দিব। গুডরিডসে যে রিভিউগুলো দিব তা শুধু কপি-পেস্ট করে দিয়ে দিব। আর ইউটিউবে সক্রিয় আছি এবং থাকব।


সবাই ভাল থাকবেন। কোরা বাংলা থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনজনের নাম উল্লেখ করতে চাই যাদের লেখা আমার খুব ভাল্লাগে: শ্রেয়সী ভট্টাচার্য্য, দীপ সরকার এবং Ṛta .


এই অল্প কয়েক বছরে আমি অনেক অনেক মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি এবং যাচ্ছি। নিজেকে প্রচুর সময় দিতে হবে। আমি হারাতে চাই না; খুঁজে পেতে চাই। এজন্য আমার অনেক বই পড়া লাগবে।


সবাই বই পড়বেন। হুপ। মনে থাকে যেন। সপ্তাহে একটা করে। প্রতিদিন ৩০ পৃষ্ঠা পড়লেই হবে।



Nahema
nahemakhatun
394 Points

Popular Questions