Answered 3 years ago
কিছু জব ইন্টারভিউতে কম্পিউটার সাইন্স ব্যাকগ্রাউন্ডকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। তবে পর্যাপ্ত স্কিল, বাস্তব অভিজ্ঞতা থাকলে ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব বেশি মাথা ঘামায় না সব জায়গায়।
তবে
কম্পিউটার সাইন্স এর যে দীর্ঘ সিলেবাস এটা একা একা পড়ে শেষ করা সম্ভব না অনেকের পক্ষেই।
কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ গুলোকেও কাজ করতে দিলে কাজ পারে না। এই ট্রেন্ড চলমান থাকায় বাংলাদেশের জবে খুবই পেইন দেয় CS রিলেটেড স্টাডির জন্য।
ফ্রিল্যান্সিং বা বাইরের রিমোট জবে অধিকাংশ ক্ষেত্রেই, স্কিল দেখে আগে।
rabiyakhatun publisher