ইতিহাসের সেরা পেনাল্টি টেকার কে?

1 Answers   5.7 K

Answered 2 years ago

সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট ১১১ টি পেনাল্টি নিয়েছেন রোনালদো, তার মধ্যে গোল করেছেন ৯৩ টিতেই। মোট সফলতার হার ৮৩.৭৮%। অর্থাৎ পেনাল্টিতে গোল করার ক্ষেত্রে মেসির চেয়ে বেশ এগিয়েই আছেন সিআর সেভেন। মেসির ক্যারিয়ারের মোট গোলের ১২.৯৭% এসেছে পেনাল্টি থেকে, আর রোনালদোর ক্যারিয়ারের মোট গোলের ১৫.৯২% এসেছে পেনাল্টি থেকে।

Chayan
chayan524
290 Points

Popular Questions