Answered 3 years ago
আমার মনেও এই প্রশ্নটা জেগেছিল। আমাদের সবার জানা উচিৎ বিষয়টি। বিশেষ করে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের। ব্রিটিশরা যে শিক্ষা পদ্ধতির নীতিমালা চালু করে গেছে, আজও আমরা সেখানেই আছি। অথচ তারা কিন্তু নিজেদেরকে সর্বাধুনিক পদ্ধতিতে গড়ে তুলছে। Class one থেকে SSC পর্যন্ত দশ বছর পড়তেই হবে। একসঙ্গে দুই বা তিন শিক্ষাবর্ষ Promotion এর কোনো সুযোগ নাই। একসঙ্গে দুই বছর যেমন- class six এ না পড়ে সরাসরি class eight এ promotion নিতে চাইলেও সম্ভব না। উন্নত দেশগুলোতে PSC বা JSC নাই। কোনো Student যদি সরাসরি SSC exam এর registration করতে চায়, যদিও সে class six এর student, সেক্ষেত্রে student এর অভিভাবক স্কুলে একটি application করে। school management ঐ ছাত্রের মেধা যাচাইয়ের মাধ্যমে SSC পরীক্ষার জন্য registration করার অনুমতি দেয়। তাদের কাছে বয়স নয়, মেধার মূল্যায়নটাই আসল। যার যেমন মেধা ও সদিচ্ছার প্রকাশ ঘটে, তাকে তেমনটাই সুযোগ দেওয়া হয়। এই জন্য আমেরিকা ও ইউরোপে 18 থেকে 20 বছরেই অনেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। একটা উদাহরণ দেই,
With an incredible knowledge of mathematics, 14-year-old Yasha Asley is the world’s youngest professor. Known as the human calculator, he is teaching at the University of Leicester while pursuing his own degree.
Another example :
Alia Sabur (born February 22, 1989 in New York City, New York) is an American materials scientist and attorney. She holds the record for being the world's youngest professor.
The youngest university professor is Alia Sabur.
শুধু আমেরিকা বা ইউরোপ নয়; চীন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতও পিছিয়ে নেই। ওদের বাচ্চারা যখন (7 থেকে 8 বছর বয়সে) আই.সি প্রযুক্তি (Integrated Chip Technology) নিয়ে সরাসরি ব্যবহারিক ক্লাস করে, আমাদের বাচ্চারা তখন কার্টুন ও ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে। আমি বিশ্ববিদ্যালয়ের 2nd year এ প্রথম সুযোগ পাই IC Technology practical ক্লাস করার। ধন্যবাদ।
Ripon Ahmed publisher