ইউটিউবে কি কপিরাইট ছবি ব্যবহার করা যায়? আমি যদি কপিরাইট ছবি ব্যবহার করে মোশন বা এনিমেশন ভিডিও তৈরী করি, তাহলে কি ইউটিউবে সমস্যা হবে?
10
0
1 Answers
12.3 K
0
Answered
2 years ago
আমি যদি কপিরাইট ছবি ব্যবহার করে মোশন বা অ্যানিমেশন ভিডিও তৈরি করি,তাহলে কি ইউটিউবে সমস্যা হবে?
ভাই, ইউটিউব এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি কোন ভাবেই অবৈধ কাজ করতে পারবেন না। অন্যের ছবি যতই আপনি অ্যানিমেশন সেট করেন অথবা এডিট করে অন্য রূপ দেন তাহলেও এটার বৈধতা পাওয়া যাবে না। সেখানে আপনি এনিমেশন সেট করতে পারবেন না। আর যদি এনিমেশন তৈরি করে ও ইউটিউবে আপনার নিজস্ব বলে দাবি করেন তাহলে অবশ্যই কপিরাইট খাবেন। কেননা এটা কপিরাইট আইন লঙ্ঘন করে।
আমার পরামর্শ হচ্ছে কখনোই অন্যের অনুমতি ব্যতীত ছবি ব্যবহার করবেন না তাতে যদি সামান্য লসও হয়। বেশি ক্ষতির থেকে কম ক্ষতি ভালো।
আর আপনি যদি ছবি ব্যবহারই করতে চান তাহলে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রিতে ছবি দেয়।
Pixabay
Unplash
Pixel
Slaughterhouse
বি.দ্র: এ সকল ছবি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করুন।কেননা অনেক ছবি আছে যেগুলো এর আওতধীন থাকা সত্ত্বেও কিছু শর্তসাপেক্ষ থাকে।
nahemakhatun publisher