ইউটিউবে একবার সাপ দেখেছিলাম। রাতদিন শুধু সাপের ভিডিও ই আসছে। সাপ থেকে মুক্তির উপায় কী?

1 Answers   13.3 K

Answered 3 years ago

  1. ইউটিউব খুলুন।
  2. নিজের প্রোফাইলে যান, সাধারণত অ্যাপের হোমস্ক্রিনের উপরদিকের ডান কোনায় থাকে (অ্যাপেলে)।
  3. সেটিংসে যান, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি ভাগ দেখুন।
  4. নিচের চারটি জিনিস দেখতে পাবেন:
    1. Clear watch history - এতদিন যা দেখেছেন এতদিন তা মুছে যাবে। মানে আপনার সাপের ভিডিওগুলিও যাবে।
    2. Clear search history - এতদিন যা খুঁজেছেন সেইগুলি মুছে যাবে। মানে আপনি সাপ খুঁজেছিলেন সেইটার ওপর নির্ভর করে গাদা খানেক সাপের ভিডিও ফিডে আসবে না।
    3. Pause watch history - আপনি যা যা ভবিষ্যতে দেখবেন, তার ইতিহাস আর ইউটিউব দৃশ্যমান করবে না।
    4. Pause search history - আপনি যা যা এরপর থেকে খুঁজবেন, আর তা ইউটিউব দৃশ্যমান করবে না। এরপরে বেজি খুঁজলেও চাপ নাই
Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions