ইংরেজি এবং অন্যান্য বিদেশি ভাষার সাহিত্যের কোন ক্লাসিক উপন্যাসগুলি আপনার সর্বাধিক প্রিয়?

1 Answers   11.3 K

Answered 3 years ago

অতীতে পাঞ্জেরী পাবলিকেশন্সের সচিত্র কিশোর ক্ল্যাসিক সিরিজের সুবাদে বেশ কিছু ক্ল্যাসিক উপন্যাস পড়ার সুযোগ হয়েছিল। এই সিরিজের বইগুলি কিশোরদের জন্য উপযোগী করে সাজানো। অনুবাদের মানও চমৎকার। সেসময়ে বন্ধুদের সাথে ভাগাভাগি করে বইগুলি পড়ার স্মৃতি আজও অমলিন। সেসব বইগুলি থেকে পছন্দের বইগুলি পাঠকদের সামনে তুলে ধরলাম।

A Tale of Two Cities - Charles Dickens

ফরাসি বিপ্লবের সময়কার প্যারিস এবং লন্ডনের উত্তাল সময় নিয়ে লেখা এই উপন্যাসে লেখক সে শহরগুলির অধিবাসীদের জীবনকে নিপূণভাবে ফুটিয়ে তুলেছেন। বৈচিত্র্যময় চরিত্রের উপস্থিতি এই উপন্যাসে উপস্থিত।

এছাড়াও চার্লস ডিকেন্সের Great Expectation, David Copperfield, Oliver Twist ক্ল্যাসিক হিসেবে খ্যাত।

The Count Of Monte Cristo - Alexander Dumas

এটিতে রাষ্ট্রদোহীতার মিথ্যে অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবক এডমন্ড দাঁতের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

এই উপন্যাসটি ভালো লাগলে লেখকের The Three Musketeers, The Man in The Iron Mask পড়ে দেখবেন।

The Adventures of Hucklebery Finn - Mark Twain

অস্থির, চঞ্চলমতি কিশোর হাকলবেরি ফিনের রোমাঞ্চকর অভিযান এই বইটির উপজীব্য বিষয়। বইটি আপনাকে আপনার কৈশোরের দুরন্তপনা একটু হলেও মনে করিয়ে দিবে।


Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions