Answered 3 years ago
হ্যাঁ, পারবেন। আপনাকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে *** পেজের ক্যাটাগরি ঠিক রেখে পেজে সকল ইনফরমেশন যোগ করুন। যেমন, email , website ( যদি থাকে ), phone ,hours ,price ,tag , description ,page related others social account etc.
*** নিয়মিত পোস্ট করুন। নিয়মিত বলতে মনেকরুন আপনি প্রতিদিন ৫টা পোস্ট করবেন ,এই ৫টা পোস্ট একবারে না করে, সকাল- দুপুর বিকাল -সন্ধ্যা -রাত , এইভাবেই প্রায় একই সময়ে প্রতিদিন পোস্ট করুন
*** নিয়মিত বন্ধুদের সাথেই পোস্টগুলো শেয়ার করুন।
*** ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুদের invite করুন পেজে লাইক দেয়ার জন্য।
*** এরপর আপনার কাছের কয়েকটা বন্ধুদের একাউন্ট থেকে আবার ওইসব বন্ধুর , ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুদের পেজে লাইক দেয়ার জন্য invite করুন।
*** পোস্টে যারা লাইক দিয়েছে কিন্তু পেজে লাইক দেয়নি, তাদেরকে পেজে লাইক দেয়ার জন্য invite করুন।
*** নতুন কিছু পোস্ট করার চেষ্টা করুন।
*** অন্য জায়গা থেকে কপি করে পোস্ট না করার চেষ্টা করুন।
***কেউ কমেন্ট করলেই দ্রুত সেটার উত্তর দেয়ার চেষ্টা করুন।
*** আপনার পেজ রিলেটেড অন্য পেজ বা গ্রুপ এর পোস্ট ও কমেন্ট এ আপনার পোস্ট গুলা শেয়ার করুন।
দেখবেন আপনার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে
Kabir Hasan publisher