ইংরেজিতে কাউকে দিয়ে ভালো মানের ব্লগ লেখালে কি মাসে 500$ আয় করা সম্ভব?

1 Answers   13.5 K

Answered 2 years ago

অবশ্যই সম্ভব, আমার একটি মাত্র বাংলা ব্লগ থেকেই ১২০০-১৫০০ ডলার আয় হয়।

তবে ইংরেজি কনটেন্টে অনেক কম্পিটিশন। তাই শুরুতে একদম লো কমপিটিশন আর লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ভিজিটর বাংলাদেশ/ ইন্ডিয়া/ পাকিস্তান থেকে হলে ইনকাম কম।

ইন্টারন্যাশনাল মানে গ্লোবাল টপিক নিয়ে কাজ করতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কাউকে দিয়ে লিখাবেন বলেছেন। অন্য কেউ যারা কনটেন্ট লিখে বা সেল করে তারা ব্লগিং আর এসইও ভাল জানে না। যদি জানত তারা আপনাকে কনটেন্ট না দিয়ে নিজেরাই ব্লগিং করত।

আর যারা জানে তাদের কনটেন্টের প্রাইস অনেক বেশি আপনি শুরুতে খরচ পোষাতে পারবেন না।

Anika
Anika
297 Points

Popular Questions