Answered 3 years ago
সেটা একেবারে সরাসরি বলা সম্ভব নয়। আপনি কোথা থেকে সেটা ডাউনলোড করছেন তার উপর নির্ভর করে, আবার কে mod করেছে তার উপরেও নির্ভর করে। সাধারণত ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে ঝুঁকি তেমন থাকে না,তবে ভাইরাস বা ম্যালওয়্যার যে থাকবে না সেই ঝুঁকিও একেবারে উড়িয়ে দেয়া যায় না। কারণ যে ওই অ্যাপটি মডিফাই করেছে সে ইচ্ছা করলেই সেখানে এমন কিছু মডিফাই করতে পারে যা সহজেই আপনার ফোনের তথ্যের ক্ষতি করতে পারে বা অ্যাকসেস তাকে দিতে পারে।
Kabir Hasan publisher