Answered 3 years ago
শেখা বলতে আপনি কি বোঝাচ্ছেন তার উপর ভিত্তি করে একাধিক উত্তর সম্ভব।
ইংরেজি ভাষার ফিল্ম বলতে মূলত আমেরিকান ফিল্ম কে বোঝায়,যদিও ডজনখানেরকের মতো দেশে ইংরেজিতে ফিল্ম হয় কিন্তু আমেরিকান সিনেমাই এই ভাষায় সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে।
হ্যা, আপনি যদি প্রতিনিয়ত ইংরেজি ফিল্ম দেখেন তবে কয়েকমাস বা বছরেই মোটামুটি অনেকটাই ইংরেজি বুঝতে শিখবেন। কিভাবে কথা বলে,কোনটা জোক এবং কোনটা সিরিয়াস কথা, বা কোনটা প্রবাদ। বলতে গেলে আমেরিকান বাস্তব জীবনে যেমন ইংলিশ ব্যবহার হয় তা বুঝতে পারবেন।
তবে যদি একাডেমিক শিক্ষার জন্য শিখতে চান তবে এটা বেস্ট অপশন নয়,আমরা বাঙালিরা প্রায়শই কথা বলার সময়ে ভুল ব্যকারন ব্যবহার করি, উচ্চারণ ভূল করি এবং মজার ব্যপার হলো মাতৃভাষা হবার সুবিধার্থে অন্যজন সেটা বুঝেও নেয়। একদম অনুরূপ ঘটনা আমেরিকার ক্ষেত্রেও প্রযোজ্য, তাদের কথা যদি গ্রামার দিয়ে ধরতে জান তবে ভূল পাবেন, উচ্চারণেও অনেক ভুল পাবেন।
তাই বলব যদি শিক্ষাক্ষেত্রে হয় তবে গ্রামার শিখে বই পড়ে ইংরেজি শেখাই উত্তম,আর যদি বাস্তব জীবনে ইংরেজির ব্যবহার সম্পর্কে আগ্রহী হন তবে ফিল্ম দেখত পারেন।
sumonakhatun publisher