আর স্ত্রী বিয়ের আগে প্রেম করেছে কিনা কিভাবে বুঝবো? কিছু টিপস দিবেন কি?

1 Answers   14.3 K

Answered 2 years ago

আপনি কি প্রেম করতে গিয়ে ধরা খেয়েছেন স্ত্রীর কাছে??? তাই স্ত্রী বিয়ের আগে প্রেম করেছে কিনা সেটা খুঁজতে চাচ্ছেন????

আমার কাছে কিন্তু অনেকটা এমনই মনে হচ্ছে। বিয়ের আগে স্ত্রী প্রেম করেছে কিনা সেটা জেনে কি লাভ, মিছেমিছি মানসিক কষ্ট ছাড়া বা যন্ত্রণা ছাড়া আর কি কিছুতে লাভবান হবেন??? দেখুন বিয়ের আগে কিন্তু সে আপনার বউ ছিল না, তাই বিয়ের আগের জীবন সম্পর্কে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। আপনি এখন তাকে বিয়ে করেছেন আর বিয়ের পর সে কি করছে না করছে এইটা খেয়াল রাখুন। বিয়ের পর কোন ভুল ত্রুটি করে থাকলে তাকে বোঝানোর চেষ্টা করুন এবং ভুল-ত্রুটি করার প্রেক্ষাপট তুলে ধরুন। এরপরেও না বুঝলে তাকে শাসন করুন এবং পারিবারিক ভাবে আলোচনা করুন।

বিয়ের আগে স্বামী হোক অথবা স্ত্রীর হোক কে কিভাবে লাইফ লিড করেছে এটা নিয়ে কখনোই কথা বলা উচিত না, বিয়ের পর তারা কিভাবে কি করছে এটাই মূল বিষয়।

আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions