আর্ট কিলোমিটার দূর থেকে যদি আমি ওয়াইফাই লাইন এনে দুই কিলোমিটার এলাকা জুড়ে ওয়াইফাই জোন বানাতে চাই। তাহলে আমার কত লাখ টাকা বাজেট করতে হবে? ওয়াইফাই ব্যবসা করতে চাই। কেমন খরচ পড়বে?

1 Answers   4.2 K

Answered 3 years ago

ওয়াইফাই ব্যবসা লাভজনক তবে তার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে৷ এগুলো জানার পর আপনি চাইলে নিজেই হিসেব করে দেখতে পারেন যে আপনার কি এই ব্যবসা করলে লাভ হবে নাকি ক্ষতি হবে৷

ওয়াইফাই ব্যবসা করার আগে জরুরী যে বিষয়গুলোঃ

আপনার এলাকায় আর কোনো ইন্টারনেট প্রোভাইডার আছে কিনা যেটি আপনার প্রতিপক্ষ ? ***

আপনার এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেমন? **

এলাকায় ফোন অপারেটর গুলোর নেটওয়ার্ক কেমন? ***

বা আপনার এলাকায় IIG কেবলের আওতায় গিয়েছে কিনা?

এবার আসুন কি কি লাগবে?

এই ব্যবসার জন্য দরকার সরকার অনুমোদনের। অর্থাৎ বিটিআরসর লাইসেন্সিং। সেখানে সময় লাগবে সর্বোচ্চ তিনমাস সর্বনিম্ন আপনার উপর৷ আর যদি দালালের হাতে পরেন তাহলে তো মাশাল্লাহ !

এছাড়াও কিছু যন্ত্রপাতি কিনতে হবে। সেগুলি হল স্পিড কন্ট্রোল করার জন্য মাইক্রোটিক রাউটার, মিডিয়া কনভার্টার, ক্যাবল, একটি পিসি, বেজ স্ট্যাশন স্থাপন করার জন্য সুইচ ও বক্স। মাইক্রোটিক রাউটার ২৪ ঘণ্টা অন রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে ১০০-১৫০ ওয়াটের সৌরবিদ্যুত বা আইপিএস অথবা জেনারেটর।

কানেকনশন কোথা থেকে নিবেন?

আপনও অলরেডি বলেছেন আপনার এলাকা থেকে ৮ কিলোমিটার দূরে৷ তাছাড়াও বর্তমানে IIG কেবল ইউনিয়ন পর্যায়েও আছে। আপনার এলাকাতেও আছে৷ বিটিসিএল এর সাথে যোগাযোগ করতে হবে সেইগুলো দিয়ে কানেকশন দে কিনা৷ নাহয় সেই আটকিলো দূর থেকেই নাহয় আনবেন৷ এলাকার হলে খরচ কম+ অপটিকেল ফাইবার টানতে হয় তাই এত দূর থেকে আনা ও সংরক্ষণ করা সেনসিটিভ বিষয়!

কম দামে ব্যান্ডউইথ বিক্রি করে ও সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করেছে এমন কয়েকটি IIG হল বিটিসিএল, ম্যাঙ্গো টেলিকম, সামিট কামিউনিকেশন, বাংলা ফোন, ভার্গো কামিউনিকেশন, ফাইবার এট হোম, নভোকম ও বিডি লিংক কামিউনিকেশন। দেশে মোট ৩৬টি ব্যান্ডউইথ প্রোভাইডার রয়েছে। সেখান থেকে আপনার সুবিধা অনুযায়ী নির্বাচন করতে হবে দাম ও সুবিধা অনুযায়ী৷

খরচ কেমন পড়বেঃ

রাউটার ১৪,০০০, মিডিয়া কনভার্টার ৪৫০০, পিসি ২৫,০০০ (আগে থাকলে লাগবে না), সুইচ বক্স ও কানেকশন পোর্ট প্রতি কিলোমিটার লাইনে ১০,০০০,+(আপনি এটি ২৫,০০০ রাখতে পারেন বাজেটে) ক্যাবল প্রতি কিলোমিটার ১২,০০০, (এটিকেও ২৫ হাজারে রাখতে পারেন)লাইসেন্স ফি ১০০০ টাকা কানেকশন ফি১০,০০০-২০,০০০, ব্যান্ডউইথ প্রতি মেগাবিট ১২০০-৩০০০ টাকা। প্রাথমিকভাবে ৫ এমবি ব্যান্ডউইথ আর ২ কিলোমিটার লাইন টেনে ১৫০,০০০-১৭০,০০০ টাকা হলেই এই ব্যবসা শুরু করতে পারবেন।

আর সব মিলিয়ে দুই - আড়াই লাখে সব হয়ে যাবে!

এখন আসি ইনকাম কীভাবে করবেন?

আসলে আপনি নিজেও 1 এমবিপিএস ১২০০-৩০০০ করে কিনে নিয়ে আসলে তা যদি আবার ১২০০-১৫০০৳ করে সার্ভ করেন তাহলে সেখানে তো লোকসান হওয়ার কথা৷ কিন্তু না আপনি এক এমবিবিএস দিয়ে ৫-৬ জনকে কানেক্ট দিবেন৷ হিসেব করতে হবে এদের মধ্যে অর্ধেক নেট চালাবে একসাথে৷ আর প্রতি সেকেন্ডে তো আর সবাই মিলে লোড দিবে না৷ তাই স্পীডও ভাল থাকবে৷ তো সেক্ষেত্রে এক এমবিপিএস আপনি ১২০০-৩০০০ করে কিনে ৫-৬হাজারে বিক্রি করতে পারবেন৷

মোটামুটি কমপক্ষে ৫০-৬০ জন ইউজার হলেও চলে৷ কম হলে ব্যবসায় লেকশান পড়ে যাবে। সংখ্যা আরও বাড়লে লাভ আরও বাড়বে৷ কারণ আপনি যত বেশি ব্যান্ডউইথ কিনবেন তত কম টাকায় খুচরা পাবেন৷

৫০-৬০ জন ইউজার এক্টিভ থাকলে মাসে ১০-১২ হাজার ইনকাম করা কোনো ব্যাপার না (খরচাদি[বিল,ফি] বাদে)। আর এটা আসও বাড়তে পারে যদি ইউজার বেশি হয়৷

ঝুকিঃ

যেহেতু দূর থেকে নিজে অপটিক্যাল লাইন টেনে আনবেন সেক্ষেত্রে ঝুঁকি তো একটু আছেই! তাছাড়াও তার ছিড়ে যাওয়া, বজ্রপাতে যন্ত্রপাতি নষ্ট হওয়াও অনেক স্বাভাবিক ব্যাপারে৷ যেহেতু ইলেকট্রনিক জিনিস! এছাড়া তেমন কোনো ঝুকি নেই৷ সর্বোপরি এই ব্যবসা হিসেব করে করলে লেকসান হওয়ার চান্স কম৷

কারণ আপনার ইউজার কমে গেলে কম ব্যান্ডউইথ কিনবেন৷ ব্যাস!

আর এছাড়াও আরও বিস্তারিত জানতে স্বাধীন ওয়াইফাই এর সাথে কথা বলতে পারেন৷ অনলাইন এ সার্চ করলেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন৷


Hossain
hossain
243 Points

Popular Questions