Answered 3 years ago
ওয়াইফাই ব্যবসা লাভজনক তবে তার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে৷ এগুলো জানার পর আপনি চাইলে নিজেই হিসেব করে দেখতে পারেন যে আপনার কি এই ব্যবসা করলে লাভ হবে নাকি ক্ষতি হবে৷
ওয়াইফাই ব্যবসা করার আগে জরুরী যে বিষয়গুলোঃ
আপনার এলাকায় আর কোনো ইন্টারনেট প্রোভাইডার আছে কিনা যেটি আপনার প্রতিপক্ষ ? ***
আপনার এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেমন? **
এলাকায় ফোন অপারেটর গুলোর নেটওয়ার্ক কেমন? ***
বা আপনার এলাকায় IIG কেবলের আওতায় গিয়েছে কিনা?
এবার আসুন কি কি লাগবে?
এই ব্যবসার জন্য দরকার সরকার অনুমোদনের। অর্থাৎ বিটিআরসর লাইসেন্সিং। সেখানে সময় লাগবে সর্বোচ্চ তিনমাস সর্বনিম্ন আপনার উপর৷ আর যদি দালালের হাতে পরেন তাহলে তো মাশাল্লাহ !
এছাড়াও কিছু যন্ত্রপাতি কিনতে হবে। সেগুলি হল স্পিড কন্ট্রোল করার জন্য মাইক্রোটিক রাউটার, মিডিয়া কনভার্টার, ক্যাবল, একটি পিসি, বেজ স্ট্যাশন স্থাপন করার জন্য সুইচ ও বক্স। মাইক্রোটিক রাউটার ২৪ ঘণ্টা অন রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে ১০০-১৫০ ওয়াটের সৌরবিদ্যুত বা আইপিএস অথবা জেনারেটর।
কানেকনশন কোথা থেকে নিবেন?
আপনও অলরেডি বলেছেন আপনার এলাকা থেকে ৮ কিলোমিটার দূরে৷ তাছাড়াও বর্তমানে IIG কেবল ইউনিয়ন পর্যায়েও আছে। আপনার এলাকাতেও আছে৷ বিটিসিএল এর সাথে যোগাযোগ করতে হবে সেইগুলো দিয়ে কানেকশন দে কিনা৷ নাহয় সেই আটকিলো দূর থেকেই নাহয় আনবেন৷ এলাকার হলে খরচ কম+ অপটিকেল ফাইবার টানতে হয় তাই এত দূর থেকে আনা ও সংরক্ষণ করা সেনসিটিভ বিষয়!
কম দামে ব্যান্ডউইথ বিক্রি করে ও সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করেছে এমন কয়েকটি IIG হল বিটিসিএল, ম্যাঙ্গো টেলিকম, সামিট কামিউনিকেশন, বাংলা ফোন, ভার্গো কামিউনিকেশন, ফাইবার এট হোম, নভোকম ও বিডি লিংক কামিউনিকেশন। দেশে মোট ৩৬টি ব্যান্ডউইথ প্রোভাইডার রয়েছে। সেখান থেকে আপনার সুবিধা অনুযায়ী নির্বাচন করতে হবে দাম ও সুবিধা অনুযায়ী৷
খরচ কেমন পড়বেঃ
রাউটার ১৪,০০০, মিডিয়া কনভার্টার ৪৫০০, পিসি ২৫,০০০ (আগে থাকলে লাগবে না), সুইচ বক্স ও কানেকশন পোর্ট প্রতি কিলোমিটার লাইনে ১০,০০০,+(আপনি এটি ২৫,০০০ রাখতে পারেন বাজেটে) ক্যাবল প্রতি কিলোমিটার ১২,০০০, (এটিকেও ২৫ হাজারে রাখতে পারেন)লাইসেন্স ফি ১০০০ টাকা কানেকশন ফি১০,০০০-২০,০০০, ব্যান্ডউইথ প্রতি মেগাবিট ১২০০-৩০০০ টাকা। প্রাথমিকভাবে ৫ এমবি ব্যান্ডউইথ আর ২ কিলোমিটার লাইন টেনে ১৫০,০০০-১৭০,০০০ টাকা হলেই এই ব্যবসা শুরু করতে পারবেন।
আর সব মিলিয়ে দুই - আড়াই লাখে সব হয়ে যাবে!
এখন আসি ইনকাম কীভাবে করবেন?
আসলে আপনি নিজেও 1 এমবিপিএস ১২০০-৩০০০ করে কিনে নিয়ে আসলে তা যদি আবার ১২০০-১৫০০৳ করে সার্ভ করেন তাহলে সেখানে তো লোকসান হওয়ার কথা৷ কিন্তু না আপনি এক এমবিবিএস দিয়ে ৫-৬ জনকে কানেক্ট দিবেন৷ হিসেব করতে হবে এদের মধ্যে অর্ধেক নেট চালাবে একসাথে৷ আর প্রতি সেকেন্ডে তো আর সবাই মিলে লোড দিবে না৷ তাই স্পীডও ভাল থাকবে৷ তো সেক্ষেত্রে এক এমবিপিএস আপনি ১২০০-৩০০০ করে কিনে ৫-৬হাজারে বিক্রি করতে পারবেন৷
মোটামুটি কমপক্ষে ৫০-৬০ জন ইউজার হলেও চলে৷ কম হলে ব্যবসায় লেকশান পড়ে যাবে। সংখ্যা আরও বাড়লে লাভ আরও বাড়বে৷ কারণ আপনি যত বেশি ব্যান্ডউইথ কিনবেন তত কম টাকায় খুচরা পাবেন৷
৫০-৬০ জন ইউজার এক্টিভ থাকলে মাসে ১০-১২ হাজার ইনকাম করা কোনো ব্যাপার না (খরচাদি[বিল,ফি] বাদে)। আর এটা আসও বাড়তে পারে যদি ইউজার বেশি হয়৷
ঝুকিঃ
যেহেতু দূর থেকে নিজে অপটিক্যাল লাইন টেনে আনবেন সেক্ষেত্রে ঝুঁকি তো একটু আছেই! তাছাড়াও তার ছিড়ে যাওয়া, বজ্রপাতে যন্ত্রপাতি নষ্ট হওয়াও অনেক স্বাভাবিক ব্যাপারে৷ যেহেতু ইলেকট্রনিক জিনিস! এছাড়া তেমন কোনো ঝুকি নেই৷ সর্বোপরি এই ব্যবসা হিসেব করে করলে লেকসান হওয়ার চান্স কম৷
কারণ আপনার ইউজার কমে গেলে কম ব্যান্ডউইথ কিনবেন৷ ব্যাস!
আর এছাড়াও আরও বিস্তারিত জানতে স্বাধীন ওয়াইফাই এর সাথে কথা বলতে পারেন৷ অনলাইন এ সার্চ করলেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন৷
hossain publisher