আরেঞ্জ মেরেজ হলে বিয়ের ১ম সপ্তাহে কিভাবে স্ত্রীর সাথে মেলামেশার জন্য রাজি করাবো?

1 Answers   6.5 K

Answered 2 years ago

বিয়ে হয়ে গেছে নাকি হতে যাচ্ছে সে বিষয়টা উল্লেখ করেননি।
হয়তো বিয়ে এখনো হয়নি, বৃথাই চিন্তা করছেন। কথাবার্তা এবং একসাথে অবস্থান করার ফলে, এটা খুব সহজেই হয়ে যাবার কথা।
আর যদি এমন হয়ে থাকে যে, বিয়ে হয়ে গেছে কিন্তু আগাতে পারছেন না। তাহলে তো বিষয়টা একটু গোলমেলে। এখন, দু'জনের মধ্যেকার সম্পর্ক কিভাবে এগোচ্ছে। কথাবার্তা কেমন হচ্ছে, কেন এই বিষয় নিয়ে সংকোচ কাটছে না। বোঝা যাচ্ছে না। যাই হোক।
(১) এভাবে উপস্থাপন করতে পারেন:
ঝগড়া-কোন্দল ধরণের পরিস্থিতি না থাকা অবস্থায়; একটা মোটামুটি অন্তরঙ্গ অবস্থায়, কিংবা স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ থাককালীন, বলতে পারেন: বিয়ের পরের অন্যতম একটা কাজ তো বাকীই আছে, সেটা সেরে ফেলা যাক!
একথা বললে নিশ্চয় কিছু একটা উত্তর আসবে, সেই সূত্র ধরে এগিয়ে যেতে থাকুন।
(২) আপনি স্ত্রী কে প্রশ্ন করুন, সে স্বামীর কাছে কি চায়?

যদি সে উল্টা প্রশ্ন করে বসে, "আপনি কি চান?" তাহলে তো ভালোই হলো, আপনি আপনার দু'একটা চাওয়া বলে দিলেন, সেই সাথে তালিকার নীচে লাগিয়ে দিলেন, যে এই মুহুর্তে এটাও "মেলামেশা"টাও চাচ্ছি।
আর যদি আপনরা স্ত্রী নিজের তালিকা থেকে একটা একটা করে কিছু বলতে থাকে (যা বলবে সেটাই দেয়ার প্রতিশ্রুতি দেয়ার দরকার নেই), শুধু শুনে যেতে থাকুন। আপনার লক্ষ্য হলো এটা শোনা যে, মেলামেশা চাই। কিন্তু আশা করা যায় যে, সে এটা মুখে আনবে না। আর যতক্ষণ না বলছে ততক্ষণ আপনিও নাছোড়বান্দার মতো জিজ্ঞেস করতে থাকুন যে, "আর কি চায়? আর কি চায়?"
তারপর যখন সে এটা বলবেই না তখন আপনি বলবেন, "আর, মেলামেশা চায় না?"

Biplob
Biplob
263 Points

Popular Questions