Answered 3 years ago
১ ঘন্টা বই পড়ার পর ১ ঘন্টা মোটিভেশনাল ভিডিও দেখবেন এবং মোটিভেশনাল লেখা পড়বেন তারপর আবার ১ ঘন্টা বই পড়বেন এবং ১ ঘন্টা মোটিভেশন নিবেন, তারপর আবার ১ ঘন্টা বই পড়বেন এবং ১ ঘন্টা মোটিভেশন নিবেন। এভাবেই যেন চক্রাকারে চলতে থাকে।
এসব প্রশ্ন এবং উত্তর আমি আর সহ্য করতে পারি না। আমার মনে হয় কোরাতে বুদ্ধিমান/জ্ঞানী/ধনী হওয়ার ১ লক্ষ উপদেশ দেওয়া হইছে। আর প্রয়োজন মনে করি না এসব উপদেশ এর।
সব উপদেশের সারকথা কথা কিন্তু একটাইঃ
সময় মতো ঘুমাইবেন, খাইবেন, মেডিটেশন করবেন, এক্সারসাইজ করবেন, পড়ালেখা করবেন, প্রাত্যহিক রুটিন তৈরি করবেন, কথা কম বলবেন, ভালো শ্রোতা হইবেন, ইংরেজিতে জোর দিবেন, ভালো বই পড়বেন, ভালো মুভি দেখবেন এবং ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা।
এই উপদেশগুলা কিন্তু আমরা সবাই জানি কিন্তু সবাই মানি না। আমাদের বার বার একই ওষধ খাওয়া লাগে কিন্তু আমাদের অসুখ ভালা হয় না। আমরা বাজে খাবার খাইয়া পেট খারাপ কইরা ওষধ খাই এবং অসুখ কিছুদিনের জন্য ভালা হয়, তারপর আবার বাজে খাবার খাইয়া পেট খারাপ কইরা ওষধ খাই এবং অসুখ কিছুদিনের জন্য ভালা হয়, তারপর আবার বাজে খাবার খাইয়া পেট খারাপ কইরা ওষধ খাই এবং অসুখ কিছুদিনের জন্য ভালা হয়।এভাবেই চক্রাকারে চলতে থাকে। এবং এই অসুখ মরার আগ পর্যন্ত আর ভালা হয় না।
উপদেশ কোরাতে আমিও বহুত দিছি। প্রথম প্রথম যখন লিখতাম চিন্তাভাবনা আমার বেশি ভালো ছিল না তাই সস্তা উপদেশ দিতাম। তারপর আস্তে আস্তে উন্নত উপদেশ দিছিলাম। ক্রমান্বয়ে উপদেশ উন্নত হওয়া শুরু হইল আমার।
আমার পরিবর্তন টা হইছে ১ মাস ইন্টারনেট জগত থাইকা দূরে থাকার পর থেকে। সময়টা ছিল জুন ১২ - জুলাই ১১। এই সময় ইন্টারনেট, ফোন, টিভি ছাড়া ছিলাম। শুধু ৩০ টা বাংলা সাহিত্যে মূলধারা বই নিয়ে ছিলাম। যদিও সব বই শেষ করতে পারি নাই। ১৭ টা পড়ে শেষ করছি। আমি এই সময়টায় জীবনের সেরা শিক্ষা পাইছি।
নৈঃশব্দ, নির্জনতা, ধ্যান, প্রকৃতি, বই আমারে যে শিক্ষা দিছে সে শিক্ষা আমি আমার ২২ বছরের জীবন থাইকাও পাই না। পাইছি ৩০ দিনের জীবন থাইকা। জীবনের সেরা শিক্ষা। এই শিক্ষা, এই আত্মোপলদ্ধি আমি পাইতাম না যদি না ৩০ দিন সবকিছু থাইকা দূরে না থাকতাম।
তাই অন্তত কোরাতে আমি আর কোনো উপদেশ দিচ্ছি না। বেঁচে থাকতে আর দিব না। এবং সবাইকে অনুরোধ করছি এসব সস্তা উপদেশ দেয়া বন্ধ করতে। কোরা উপদেশ দেয়ার জন্য না। কোরা জ্ঞান ভাগাভাগি করার জন্য, সাহিত্যচর্চার জন্য, মুক্তচিন্তা চর্চার জন্য।
আর যদি কেউ আপভোট পাগলা থাকেন তাহলে সস্তা উপদেশ দিলে বেশি বেশি আপভোট পাইবেন কিন্তু আত্মার শান্তি হারাইবেন।
fardinashik publisher