আমেরিকার নিসন্দেহে পৃথিবীর সর্বশেষ্ঠ দেশ।তাদের দেশের সরকার তেলের দাম কমানোর জন্য দুনিয়া তোলপাড় করে ফেলেছে।লাদেন আমেরিকান কিছু নাগরিক হত্যা করায় আমেরিকা ২০ বছর যুদ্ধ করছে।এতে প্রমান হয় আমেরিকান সরকার তাদের জনগণের জান, মাল, ইজ্জতকে কতটা গুরুত্ব দেয়।
বাংলাদেশ থেকে সৌদিতে গিয়ে গৃহকর্মীরা বর্বরতার শিকার হয়।বাংলাদেশের দূতাবাস তাদের কোনরকম সাহায্য করে না।বিন্দুমাত্র প্রতিবাদ তারা করে না।বাংলাদেশে আমেরিকান দূতাবাসে আপনি ভিসা বুলেটিনের জন্য ফাঁকা জায়গা পাবেন না।আমরা আফগানিস্তানের কথা বলি বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার ফ্রী সুযোগ পেলে বাংলাদেশের মানুষ আমেরিকান বিমানের পেছনে দৌড়াত।
ভারত থেকে প্রতিবছর বড় সংখ্যক গর্ভবতী মহিলারা আমেরিকা যায় সেখানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য যাতে বাচ্চা জন্মসূত্রে আমেরিকান নাগরিক হয়।
এতে কি প্রমান হয় না আমেরিকা পৃথিবীর সর্বশেষ্ঠ দেশ।
dilipkumar publisher