আমি HSC (বিজ্ঞান 2022) পাশ করেছি। কিন্তু আমি এখনও বুঝতে পারছি না কোন বিষয়টি নিয়ে পড়লে চাকরি পেতে বেশি সুবিধা হবে?

1 Answers   7 K

Answered 3 years ago

HSC'র পর এটা একটা কমন সমস্যা। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা সাধারনত ৩টা ভুল করে থাকে। একদল ছাত্রছাত্রী পাবলিক বিশ্ববিদ্যালয় এ অ্যাডমিশন টেস্ট দিয়ে সাবজেক্ট যেটা পায় সেটাতেই ভর্তি হয়ে যায়। আরেক দল কেরিয়ার প্রসপেক্ট না দেখে শুধু মাত্র নিজের ইন্টারেস্ট যেই সাবজেক্টে সবচেয়ে বেশি সেই সাবজেক্টেই ভর্তি হয়ে যায়। আবার আরেক দল আছে যারা তাদের নিজেদের পছন্দ অপছন্দকে জলাঞ্জলী দিয়ে যেখানে চাকুরীর সুযোগ সবচেয়ে বেশি আছে সেখানে চলে যায়। কিন্তু এই তিনটা ভুল যারা করে তাদের কেউ লং টার্মে স্টাডি এবং প্রফেশন নিয়ে হ্যাপি হতে পারে না। আমার মতে ব্যালেন্স থাকা খুবই গুুত্বপূর্ণ। মানে আপনাকে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্টে পড়তে হলে সেখানে আগে অ্যাডমিশন ম্যানেজ করতে হবে। আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার ছাত্রজীবন হচ্ছে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। হাই প্রবাবিলিটি অফ নেগেটিভ/লো রিটার্ন সম্পন্ন কোনো বিষয়ে পড়াশুনা করা কতটুকু যুক্তিযুক্ত হবে আপনার জন্য সেটা আপনাকে চিন্তা করে দেখতে হবে। আবার আপনি যেই প্রোগ্রামে পড়তে চাচ্ছেন সেই সেক্টরে যদি আপনার নিজের কোনো প্যাশন না থাকে তাহলে আপনি বেশি দুর এগুতে পারবেন না। সুতরাং এই তিনটা বিষয় ব্যালান্স করে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি কি নিয়ে পড়াশুনা করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন। সেটা হচ্ছে এইচ.এস.সি'র পর ব্যাচেলর প্রোগ্রামগুলোতে কি পড়ানো হয় সেটা ধারণা করা প্রায় সময়ই ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব হয় না। আমার এক বন্ধু আছে যে ঢাবিতে অর্থনীতিতে ভর্তি হয়েছিল। ভর্তির পর সে তো মহাখুশি কারণ ভালো একটা সাবজেক্ট পেয়েছে। কিন্তু ছয় মাসের মাথায় তার খুশী ভ্যানিশ হয়ে গিয়েছিলো কারণ সে গণিতে খুবই দুর্বল ছিল। ক্লাসে তাল মিলাতে তার রীতিমত হিমশিম খেতে হতো। তারপর একবছর পর সে অন্য ইউনিভার্সিটিতে অন্য একটা প্রোগ্রামে চলে যায়। তাই আমার পরামর্শ হচ্ছে আপনি যেই প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রোগ্রামের কোর্সগুলো নিয়ে একটু রিসার্স করেন। দরকার হলে ইউটিউবে ওই কোর্সগুলোর কিছু লেকচার দেখেন। ইউটিউবে MIT, Harvard, Yale, Cambridge, Imperial, ইত্যাদী নামকরা ইউনিভার্সির অনেক লেকচার ভিডিও পাবেন। তারপর চিন্তা করে সিদ্ধান্ত নিন, আপনি যেই বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন সেটা আপনার জন্য সঠিক বিষয় কিনা।


Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions