আমি ৯ম শ্রেণীর ছাত্রী। আমি কীভাবে টিউশনি না পড়ে ৩ মাসে আমার সব বইয়ের সম্পূর্ণ সিলেবাসে শেষ করতে পারি?

1 Answers   11.8 K

Answered 2 years ago

সিলেবাসটা কিন্তু তিন মাসে শেষ করার জন্য দেওয়া হয়নি, অর্থাৎ আগেও পড়া থাকতে হবে।

তারপর একটা রুটিনমাফিক পড়ো।

রুটিনটা কেমন হবে?

রুটিনে বাথরুম, ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, গোসল দেওয়া, ফেইসবুকিং এইভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিস অন্তর্ভুক্ত করার দরকার নেই।

রুটিন করবা এইভাবে….

ঘুম থেকে উঠবেন ভোর ৫ টায়, উঠে, প্রার্থনা, এক্সারসাইজ শেষ করবেন ৩০ মিনিটের মধ্য, তারপর পড়াশোনা শুরু করবেন, ৮ টা পর্যন্ত পড়ে, নাস্তা করবেন, তারপর আবার পড়া শুরু, ১১ টা পর্যন্ত পড়বেন।

তারপর ১১-২ টা পর্যন্ত রেস্ট,খাওয়া, গোসল,নামাজ।

তারপর একটানা ৫ টা পর্যন্ত পড়ে, নামাজ শেষে একটু ঘোরাঘুরি করবেন, তারপর আবার সোয়া সাতটায় বসে রাত ১১ টায় ঘুমাবেন।

মুল কথা, নামাজ-খাওয়া, আর ওয়াসরুম ব্যতিত কোন টাইম ওয়েস্ট করা চলবেনা।

গানিতিক বিষয়গুলো বিকালে/রাতের প্রথমভাগে।

আর মুখস্তের বিষয়গুলো ভোরবেলা পড়বেন, বুঝে পড়ার বিষয়গুলো সকাল ৮-দুপুর ৪ টার মধ্য শেষ করবেন।

আর হ্যাঁ, বইয়ের উলটো দিক থেকে পড়বেন।

শুভকামনা 

Oditi
oditikhan
344 Points

Popular Questions