আমি ২ বছরে কোন কাজ শিখতে পারি, যেন ফ্রিল্যান্সিং করে মাসে ১ লক্ষ টাকা আয় করা যায়?

1 Answers   7 K

Answered 3 years ago

আপনি ওয়েব ডেভোলাপার হতে পারেন। ২বছর সময় দিলে আপনি মাসে ৫লক্ষ টাকা আয় করতে সক্ষম হবেন।

আমার পরিচিত এক ছেলে গতবছর শিখেছে, এখন সে প্রতিমাস ৫/৬ লক্ষ টাকা আয় করে।

ওয়েব ডেভোলাপারের কাজের ডিমান্ড অনেক বেশি। আমি গ্রাফিক ডিজাইনে ২বছর ধরে আছি, ডিজাইন আমার ভালো লাগে তাই এই লাইনে আসছি পাশাপাশি ওয়েব ডেভোলাপার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন টুকটাক কাজ শিখে যাচ্ছি আর পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করে যাচ্ছি মোটামুটি ভালো ইনকাম হচ্ছে।।

তবে আমি আপনাকে বলবো, আগে চিন্তা করবেন আপনার কি কাজ করতে ভালো লাগে। একটু একটু শিখে কাজ শুরু করুন।

আমার এমনো পরিচিত মানুষ আছে যারা কিনা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়ে মাসে ৪০/৫০হাজার টাকা আয় করতেছে।

সো ফ্রিলাসিং কি নিয়ে করবে সেটা আপনার পছন্দের উপর নির্ভর করবে। পছন্দ ঠিক না থাকলে জীবনের সাফল্য অর্জন হবে না।

আপনি চাইলে লেখালেখি করেও আয় করতে পারেন, আবার এ্যামাজনের প্রোডাক্ট সেল করেও টাকা আয় করতে পারেন।

আপনার প্রথমে কাজ শিখতে হবে তারপর মার্কেটিং শিখতে হবে।

এলোমেলো করে লিখলাম, এতে আপনার ভেতরে প্রশ্ন আসবে প্যাশন জিনিস টা কি? যেই জিনিস, যেই কাজ করতে পছন্দ হয় সেই কাজ করবেন। কিভাবে প্যাশন বের করতে হয়।

অনেকে আছে ছোট বেলা থেকে একটা মেয়েকে পছন্দ করেন, মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে একটা সময় মেয়ে রাজি হয়, প্রেম হয়, অথবা ভুলভাবে কাউকে রুপ দেখে পছন্দ করে ব্যবহার দেখে দূরে চলে যেতে ইচ্ছে হতে পারে।

তাই ইনকাম দেখে নয়, যেসব কাজ আপনার ভালো লাগে ইনকাম হয়, ফিউচার ভালো হবে মনে করেন। সেই কাজ করুন।

যেমন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ব্লগিং বা ব্লগার হওয়ার ইচ্ছা, ইউটিউবে ভিডিও দিয়ে এ্যামাজনের এ্যাফিলিয়েট করতে পারেন।

ধন্যবাদ অনেক কিছু বললাম মনে করিবেন না।

আবারও ধন্যবাদ, ভালো লাগলে আপভোট দিয়ে উত্তর দেওয়ার উৎসাহ বাড়িয়ে দেবেন।

Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions