আমি ১৩ বছর ধরে কাজ করে সমস্ত টাকা বাবা মাকে দেই। আর এখন দিতে পারি না দেখে ঘর থেকে বের করে দিছে। আমার করণীয় কী?
7
0
1 Answers
8.7 K
0
Answered
2 years ago
বোন আমার, এই ভুল করিস না। ডিভোর্সের পর তোর ওই পরিবারই তোকে আর দেখবে না বোন। বাপের বাড়ি জাহান্নাম হয়ে যাবে। আরেকটা বিয়া করতেও পারবি না সহজে। করলে সেখানেও শান্তি পাবি না বোন।প্রয়োজনে বাপের বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে দে বোন। খুবই সুখে থাকবি।
tanzilhasan publisher