Answered 3 years ago
ভাইসাহেব ১২ ঘন্টা কাজ করেন, এটাই কি যথেষ্ঠ নয়? বাকি সময়টুকু পরিবারকে দিন। ঘুমান। বিশ্রাম নিন। আপনি একাই যদি সব কাজ করে ফেলেন তাহলে অন্যরা কি করবে? এমনিতেই দেশে বেকারের অভাব নেই। তাদেরও তো সুযোগের দরকার আছে।
শুধু কাজ করলেই হবে? জীবনে আনন্দ, বিনোদনের কোনো প্রয়োজন নেই? হুট করে একদিন মরে যাবেন। তার আগেই জীবনের আনন্দ কিছু অন্তত উপভোগ করে নিন। অবশ্য কথায় বলে, ''পুরুষের কোনো বিশ্রাম নেই। পুরুষের বিশ্রাম কবরে।'' আপনাকে অনুরোধ করবো ১২ ঘন্টা কাজ না করে ৮ ঘন্টা কাজ করুণ। বাকি সময়টুকু পরিবারকে দিন। এবং আপনি বিশ্রাম নিন।
tasnimahmed publisher